Canning: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, এলাকায় গুলি চলার অভিযোগ

ক্যানিংয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। রীতিমত উত্তপ্ত ক্যানিং। রণক্ষেত্রে পরিস্থিতি রাজনৈতিক সংঘর্ষে। শনিবারের এই ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বর্তমানে রয়েছে ক্যানিং থানার পুলিশ (প্রতিবেদন প্রকাশের সময়)।

জানা যাচ্ছে, এলাকায় এক দোকানঘরকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয় গোলাবাড়ি এলাকায়। এই সংঘর্ষে একাধিক জন আহত হয়েছে। আহতরা উভয়পক্ষের (টিএমসি-বিজেপি) যারা এই সংঘর্ষে জড়িয়েছিলেন। এলাকায় গুলি চলেছে বলেও অভিযোগ উঠে আসছে। পাশাপাশি গন্ডগোলের সময় আশেপাশের স্থানীয়রা সেই গন্ডগোল থামাতে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এই গন্ডগোল বিজেপি এবং তৃণমূলের মধ্যে।

   

তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে দোকানঘর নিয়ে ঝামেলা সেই দোকানঘর বিজেপির তরফ থেকে করতে দেওয়া হচ্ছিল না। পাশাপাশি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনাতে শুকান্ত মজুমদার এসেছিলেন এবং সেই জনসভায় বিজেপি কর্মীরা যাওয়ায় সেই আক্রোশে তাদেরকে ঘিরে ধরে মারধর করা হয়েছে। তৃণমূল-বিজেপির অভিযোগে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি। এলাকায় গুলি চলেছে বলেও অভিযোগ করা হচ্ছে। ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে (প্রতিবেদন প্রকাশের সময়)। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন