Murshidabad: দল বিরোধী কাজের অভিযোগে শোকজ ৩ বিজেপি নেতাকে

দল বিরোধী কাজ করায় মুর্শিদাবাদের (Murshidabad) ৩ বিজেপি নেতাকে বহিস্কার করা হল। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার দুই সম্পাদককে বহিষ্কার করেছে বিজেপি। অন্যদিকে বহিস্কৃত ৩ বিজেপি…

BJP

দল বিরোধী কাজ করায় মুর্শিদাবাদের (Murshidabad) ৩ বিজেপি নেতাকে বহিস্কার করা হল। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার দুই সম্পাদককে বহিষ্কার করেছে বিজেপি। অন্যদিকে বহিস্কৃত ৩ বিজেপি নেতা জানিয়েছেন, দলীয় নিয়ম মেনে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে পাল্টা বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছে, রাজ্য কমিটির অনুমোদনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, দলীয় নিয়ম মেনেই শাস্তি দেওয়া হবে তিন বিজেপি নেতাকে।

   

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভার ২ সম্পাদক এবং আরও একজন বিজেপি নেতাকে শোকজ করেছে। বঙ্গ বিজেপি দল বিরোধী কাজ কর্ম করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্তরা জানান এই বহিষ্কারের কোনও মূল্য নেই। অভিযুক্তরা দাবি করেছেন, যিনি বহিষ্কার করেছেন তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই নানান ধরনের প্রশ্ন উঠেছিল। সেই ক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও যাদের শোকজ করা হয়েছে সেই তিন বিজেপি নেতা জানিয়েছেন, তারা এখনও পর্যন্ত দলের অন্দরেই রয়েছে। দলের অন্দরে থেকেই তারা প্রতিবাদ জানাবে।