১২২ বছরের রেকর্ড ভাঙা গরম, জানাল মৌসম ভবন

এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহে (heat) পুড়ছে গোটা দেশ। দিল্লি, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে। সাম্প্রতিককালে এইসব রাজ্যে শেষ কবে…

122-year record-breaking hea

এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহে (heat) পুড়ছে গোটা দেশ। দিল্লি, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে।

সাম্প্রতিককালে এইসব রাজ্যে শেষ কবে এত তীব্র গরম পড়েছে তা প্রবীণরাও অনেকেই মনে করতে পারছেন না। গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, শেষ ১২২ বছরে উত্তর পশ্চিম ভারতে কখনও এত অস্বাভাবিক গরম পড়েনি।

   

শুক্রবার রাজধানী দিল্লিতে ৭২ বছরের রেকর্ড ভেঙে গরম পড়েছে। আপাতত এই তীব্র দহন থেকে নিস্তার পাওয়ার কোনও সম্ভাবনাও দেখা যাচ্ছে না। বরং মে মাসে দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়বে। দিনের তুলনায় রাতে গরম আরও বাড়বে। দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৫০ ডিগ্রি সেলসিয়াস।

এখনও পর্যন্ত দেশের ইতিহাসে রেকর্ড তাপমাত্রা ধরা পড়েছে ৫২.৬ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের ডিরেক্টর জানিয়েছেন, দীর্ঘদিন বৃষ্টির না হওয়ার কারণেই অস্বাভাবিক গরম পড়েছে। একইসঙ্গে এদিন কিছুটা স্বস্তির খবরও শুনিয়েছেন মৌসম ভবনের পরিচালক। তিনি জানিয়েছেন, চলতি বছরে স্বাভাবিক বর্ষা হবে। কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসেও গড় বৃষ্টিপাতের তুলনায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্চ মাসে উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে ৮৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৮৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলে মৌসম ভবন জানিয়েছে।
দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে চলছে তীব্র দাবদাহ। প্রচন্ড গরমের হাত থেকে ছোটদের বাঁচাতে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে।