TET বিক্ষোভকারীদের দাবি আমাদের চাকরি কই? সরকারি অনুষ্ঠানে বিব্রত মমতা

সব ঠিক ছিল। বিক্ষোভকারী টেট (TET) চাকরি প্রার্থীদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিব্রত হলেন। বিক্ষোভ থেকে এলো প্রশ্ন, দিদি আমাদের চাকরি কই? বর্ধমানে সরকারি অনুষ্ঠানে এমন পরিস্থিতিতে…

Tet protest in front Of cm mamata at bardhaman

সব ঠিক ছিল। বিক্ষোভকারী টেট (TET) চাকরি প্রার্থীদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিব্রত হলেন। বিক্ষোভ থেকে এলো প্রশ্ন, দিদি আমাদের চাকরি কই? বর্ধমানে সরকারি অনুষ্ঠানে এমন পরিস্থিতিতে বিব্রত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিস্থিতি সামাল দিতে প্রথমে পুলিশ তাদের একপাশে সরিয়ে দেয়। পরে স্টেজের পিছনদিকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের।

সোমবার পূর্ব বর্ধমান জেলা সফরে গিয়ে বর্ধমান শহরে গোদার মাঠে কৃষি দফতরের একটি সভায় উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরকারের একাধিক প্রকল্পের কথা বলছিলেন।সেই সময় চাকরি প্রার্থীরা প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

বিব্রত মুখ্যমন্ত্রী সভার শেষে তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আমি এতে কী করতে পারি? কিছু করলেই তো কোর্টে চলে যাচ্ছে। চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আপনারা যেহেতু বলছেন। আমি বিষয়টা দেখব। চাকরি প্রার্থীরা জানিয়েছেন, এর আগেও প্রতিবাদ করে জেলে গেছি। আজও প্রস্তুত ছিলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আশ্বস্ত লাগছে। তবে আরও কিছু বিক্ষোভকারীদের অভিযোগ, মু়খ্যমন্ত্রীর আশ্বাসে কোনও বিশ্বাস নেই আর। উনি আগেও এমন আশ্বাস দিয়েছেন।কিছু হয়নি।

বর্ধমানে মুখ্যমন্ত্রীর কাছে বিক্ষোভকারীরা তাঁরা অভিযোগ জানান ২০২০ সালের ১১ নভেম্বর নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে টেট পরীক্ষায় পাশ করা যোগ্য প্রার্থীদের চাকরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৪ সাল থেকে অপেক্ষা করছেন তাঁরা। এখনও তা কার্যকর না হওয়ায় এবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলেন তাঁরা।

অভিযোগকারীদের মধ্যে ছিলেন বর্ধমানের তিন জন। দুর্গাপুরের স্বাতী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়, আসানসোলের সোমা কর এবং জো গ্রামের সুমনা কুমারী দত্ত। পরীক্ষা দিয়েও মেলেনি চাকরি। দীর্ঘদিন চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে ছিলেন তাঁরা। আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে।

টেট মামলায় সামাল দিতে গিয়ে বারবার নাভিশ্বাস রাজ্য সরকারের। ২০১৪ সালের বিজ্ঞপ্তির পরে অনেকে টেট পাশ করেও চাকরি পাচ্ছেন না। এমনকি মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও চাকরি পাননি অনেকে। হাইকোর্টের নির্দেশে টেট মামলার তদন্তে নেমেছে সিবিআই। সোমবার পূর্ব বর্ধমানে সভা করতে গিয়ে টেট চাকরি প্রার্থীদের প্রশ্নের মুখে পড়তে হল মুখ্যমন্ত্রীকে।

এর আগে ধর্মতলার আন্দোলনরত হবু শিক্ষকদের একইভাবে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কলকাতা পুলিশ মারফত ফোনে কথা বলেন তিনি।