ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগে গ্রেফতার মহ: জুবের

হজরত মহম্মদ কে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার করা মন্তব্যের জেরে আন্তর্জাতিক মহল সহ দেশের বিভিন্ন রাজ্যে হয়েছিল হিংসাত্মক অান্দোলন। তবে নূপুর শর্মার দাবি ছিল…

হজরত মহম্মদ কে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার করা মন্তব্যের জেরে আন্তর্জাতিক মহল সহ দেশের বিভিন্ন রাজ্যে হয়েছিল হিংসাত্মক অান্দোলন। তবে নূপুর শর্মার দাবি ছিল তিনি যা বলেছেন তা যে কোনও ইসলাম বিশেষজ্ঞ মেনে নেবেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁর মন্তব্য মহ: জুবের নামে এক সাংবাদিক উদ্দেশ্যমূলক ভাবে ছড়িয়েছিল।

এদিকে জুবের কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে নূপুরের বিরুদ্ধে এফআইআর হলেও তিনি অধরা। এ নিয়ে বিতর্ক বাড়ছে।

বিতর্কে জড়ানোর পর নূপুর শর্মাকে বিজেপি বহিষ্কার করেছে। তিনি বলেন, হজরত মহম্মদকে নিয়ে যা বলেছি সবই ইসলাম ধর্মীয় বই থেকে বলেছি। এর জন্য যে কেউ তথ্য যাচাই করতে পারেন।

তবে নূপুর অভিযোগ করেন,ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের একটি এডিট করা ভিডিও টুইট করেন। সেই টুইট থেকে বিতর্ক ছড়ায়।

নূপুরের অভিযোগ ছিল জুবের এই তথ্য বিকৃতি করে ধর্মীয় উস্কানি ছড়িয়েছেন। তিনি সঠিক তথ্য বা আমার মন্তব্যের পুরো ভিডিও দেননি। নূপুর শর্মার আরও অভিযোগ, জুবেইরের উস্কানিমূলক টুইট থেকে ধর্মীয় উত্তেজনা ছড়াচ্ছে। বারবার খুন ও গণধর্ষণের হুমকি আসছে বলেও নূপুর অভিযোগ করেন।