Nitish Kumar: আর নয় “INDIA”, মনস্থির করেছেন জোটবদলু নীতীশ

আর নয় INDIA-জোট, মনস্থির করে নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। পাটনা থেকে বিশেষ সূত্র মারফত kolkata 24×7 জানতে পারছে, নীতীশ আগামী দু-তিনদিনের মধ্যেই…

Nitish Kumar

আর নয় INDIA-জোট, মনস্থির করে নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। পাটনা থেকে বিশেষ সূত্র মারফত kolkata 24×7 জানতে পারছে, নীতীশ আগামী দু-তিনদিনের মধ্যেই NDA জোটে চলে যাবেন। তিনি পুরনো এনডিএ নেতা। বিহারের গত বিধানসভা ভোটেও এই জোটে ছিলেন। পরে বিজেপির জোট ছেড়ে কংগ্রেস-আরজেডি ও বাম পক্ষের মহাজোটে ঢুকে পড়েন। বারবার জোট বদল করায় নীতীশ কুমারের নামের পাশে ‘জোটবদলু’ তকমা লেগেছে। তিনি আগেও বারবার এনডিএ ছেড়েছিলেন আবার ফিরেও গেছিলেন।

বারবার জোটবদলে অন্তস্থ নীতীশ কুমার স্বচ্ছ রাজনীতিক হিসেবে চর্চিত। তিনি কখনও তীব্র মোদী বিরোধী কখনও মোদীর নেতৃত্ব মেনে নিয়েছেন। এবার লোকসভা ভোটের আগে তিনি অ-বিজেপি INDIA জোটের অন্যতম নেতা হিসেবে উঠে এসেছেন। তবে তিনি জোট বদলনানোর বিষয়ে নীরব।

সূত্র মারফত জানা যাচ্ছে, নীতীশ কুমার 2-3 দিনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন। তাঁর দল জনতা দল (ইউনাইটেড) এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের মধ্যে ফাটল ফের চওড়া হচ্ছে।

ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যম জানিয়েছে নীতীশ কুমার রীতিমতো ক্ষুব্ধ লালু প্রসাদ যাদবের আরজেডি এবং ইন্ডিয়া ব্লক সদস্য কংগ্রেস উভয়ের উপর। তিনি লালু যাদবের কন্যা রোহিণী আচার্যের ভূমিকায় ক্ষুব্ধ।রোহিনী বিহারের মুখ্যমন্ত্রীর ‘পরিবারবাদ’ মন্তব্য নিয়ে সরব হন। নীতীশ রাজনৈতিকভাবে যাদব বংশের পরিবারতন্ত্র নিয়েও সরব।

বিশেষ সূত্র মারফত কলকাতা ২৪x৭ জানতে পেরেছে, অসম থেকে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা নিয়ে আসার পর রাহুল গান্ধীর কাছে নীতীশকে নিয়ে ‘দু:সংবাদ’ দেন বিহারের কংগ্রেস নেতা (প্রাক্তন সিপিআই) কানহাইয়া কুমার। তাঁর কাছেই সব জেনে দ্রুত সফর কাটছাঁট করার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। পাটনার সূত্র মারফত কলকাতা ২৪x৭ আরও জানতে পারছে, নীতীশ কুমারের অবস্থানে বিহার গরম। রাজনৈতিক উত্তেজনা বিহার থেকে দিল্লি হয়ে দেশজুড়ে ছড়িয়েছে।