Bharat Bandh: গণহত্যার পর কুঁকড়ে রামপুরহাট, ধর্মঘটে চলছে ধস্তাধস্তি

রামপুরহাটের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনও ঠিক নেই। তবে রাজনৈতিক হাওয়া এত গরম যে মার্চ মাসের কাঠফাটা রোদ লজ্জা পাবে। বগটুই গ্রাম গণহত্যা এক…

Bharat Bandh at Rampurhat

রামপুরহাটের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনও ঠিক নেই। তবে রাজনৈতিক হাওয়া এত গরম যে মার্চ মাসের কাঠফাটা রোদ লজ্জা পাবে। বগটুই গ্রাম গণহত্যা এক সপ্তাহ পার হলো। এর মাঝে সপ্তাহ শুরুতে পরপর দুদিন ধর্মঘটের(Bharat Bandh) ধাক্কা। সকাল থেকে রামপুরহাট সরগরম। ধর্মঘটিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে।

গত সোমবার বীরভূমের বগটুই গ্রামে বোমা মেরে খুন করা হয়েছিল স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান ভাদু শেখকে। সেই রেশ ধরে সোমবার রাতে গণহত্যা সংঘটিত হয় রামপুরহাটের বগটুই গ্রামে। এলাকাবাসীর দাবি মৃত দশ জন। সরকারি হিসেবে ৮ জন মৃত। সবাই তৃণমূল কংগ্রেসের।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বীরভূম জেলার সর্বত্র টিএমসি। বিরোধী দল বিজেপির অস্তিত্ব নেই। বরং সিপিআইএমের টিমটিমে অস্তিত্ব আছে। বগটুই গ্রামের গণহত্যার প্রতিবাদে ধর্মঘটের মাঝেই বিক্ষোভ মিছিল করবে জেলা বামফ্রন্ট।

রামপুরহাট, সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া সহ সর্বত্র চলছে পিকেটিং। সকাল থেকে বনধ সফল করতে তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে নেমেছে সিপিআইএম ও ফরওয়ার্ড ব্লক।

এদিকে রামপুরহাট ঘিরে রাজনৈতিক হাওয়া গরম।এখানেই বিক্ষোভ সমাবেশ হবে বামফ্রন্টের। পরিস্থিতি এমন যে তৃণমূল কংগ্রেস প্রায় নীরব। বগটুই গ্রাম গণহত্যার তদন্তের মাঝে রাজনৈতিক সমাবেশ ঘিরে আরও উত্তেজনা। যদিও বিজেপিও সমাবেশ করেছে। বিরোধী দলনেতার দাবি বগটুইয়ে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কোনও রাজনৈতিক সংযোগ নেই।