Suvendu Adhikari: বামেদের মতো নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খাইনি: শুভেন্দু

দুর্নীতি ইস্যুতে ফের একবার শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুরুলিয়ার বলরামপুরে গিয়ে লোকসভা ভোটের আবহে নতুন করে গর্জে উঠলেন শুভেন্দু।…

দুর্নীতি ইস্যুতে ফের একবার শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুরুলিয়ার বলরামপুরে গিয়ে লোকসভা ভোটের আবহে নতুন করে গর্জে উঠলেন শুভেন্দু।

বৃহস্পতিবার শুভেন্দু বলেন, ‘কয়লা, বালি, জঙ্গল সব পাচার করেছে তৃণমূল। তৃণমূল বলছে ডুসেম্বরের বাড়ির টাকা দেবে। ১৩ বছর ধরে চোরেদের সরকার চলছে। তৃণমূলকে বয়কট করুক কুড়মি সমাজ।’ এনআরসি ইস্যুতে নতুন করে আওয়াজ তোলেন শুভেন্দু। বলেন, ‘জনজাতি, সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে তৃণমূল। সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছে তৃণমূল।’ শুভেন্দু আরও বলেন, ‘মমতার মন্ত্রিসভা চোর, আবারও প্রমাণ হয়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে একমাত্র লড়াই চালিয়ে যাচ্ছে বিজেপি। বামেদের মতো নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খাইনি।’

শুভেন্দু বলেন, পুরুলিয়ায় জলের সমস্যা দূর হয়নি। কুড়মিদের ভুল বোঝাচ্ছে তৃণমূল।’