Indian footballers: ১০ মিনিটে ১০ ভারতীয় ফুটবলার ঘুরিয়ে দিলেন ম্যাচ

ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসের অন্যতম উত্তেজক ম্যাচ। বুধবার সন্ধ্যায় দশজন ভারতীয় ফুটবলার (Indian footballers) বদলে দিলেন ম্যাচের রঙ। বিদেশি ফুটবলার ছিলেন মাত্র একজন। ৯০ মিনিটের…

10 Indian Footballers from Mumbai City FC

ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসের অন্যতম উত্তেজক ম্যাচ। বুধবার সন্ধ্যায় দশজন ভারতীয় ফুটবলার (Indian footballers) বদলে দিলেন ম্যাচের রঙ। বিদেশি ফুটবলার ছিলেন মাত্র একজন।

৯০ মিনিটের আগে পর্যন্ত ২-০ গোলের লিড ধরে রেখেছিল এফসি গোয়া। ম্যাচের শেষে পরিকল্পনায় কিছু বদল করেন মুম্বই সিটি এফসির কোচ পেট্রো ক্র্যাটকি। মাঠে রাখেন মাত্র একজন বিদেশিকে, বাকি দশজন ভারতীয়। অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল ম্যাচের মোড়। ২-৩ গোলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করল এফসি গোয়া।

বুধবার সন্ধ্যায় চলতি ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি। ভারতীয় ফুটবল প্রেমীরা এই ম্যাচ মনে রাখবেন অনেক দিন। ৯০, ৯০ ও ৯৬ মিনিটে গোল করে ম্যাচ জিতে নেয় মুম্বই। ভারতীয় ফুটবলাররাও যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন সেটার প্রমাণ এই ম্যাচ।

৮৮ মিনিটে দু’টি পরিবর্তন করেছিল মুম্বই সিটি এফসি। ভ্যান নেইফ ও হোসে লুইসকে তুলে নেওয়া হয় মাঠ থেকে। নামানো হয় সঞ্জীব স্ট্যালিন ও গুরকীরত সিং-কে। তার আগে জ্যাকুবকে তুলে নিয়ে মুম্বই কোচ মাঠে নামিয়েছিলেন বিপিন সিং-কে। তিন বিদেশি ফুটবলারের জায়গায় মাঠে তিন

ভারতীয় ফুটবলার। ৮৮ মিনিট থেকে মুম্বই সিটি এফসির হয়ে মাঠে বিদেশি ফুটবলার হিসেবে ছিলেন কেবল থায়ের ক্রোমা।
মুম্বই সিটির হয়ে ভারতীয় ফুটবলাররাই তিন গোল দিয়েছেন। ছাংতে দিয়েছেন দু’টি গোল, ভিপি সিং একটি। খেলা তৈরিও করলেন ভারতীয়রা।