নাম প্রত্যাহারের পরেই তৃণমূলে ফিরলেন অর্জুন ঘনিষ্ঠ ৩ নেতা

নাম প্রত্যাহারের পরেই সপুত্র তৃণমূলে ফিরলেন সুনীল সিং। শনিবার ছিল পুরসভা নির্বাচনের নাম প্রত্যাহারের শেষ দিন সেই দিন সবাইকে চমক লাগিয়ে নাম প্রত্যাহার করে প্রাক্তন…

নাম প্রত্যাহারের পরেই সপুত্র তৃণমূলে ফিরলেন সুনীল সিং। শনিবার ছিল পুরসভা নির্বাচনের নাম প্রত্যাহারের শেষ দিন সেই দিন সবাইকে চমক লাগিয়ে নাম প্রত্যাহার করে প্রাক্তন বিধায়ক সুনীল সিংহ ও তার পুত্র আদিত্য সিংহ এবং অর্জুন সিং এর ভাতুষ্পুত্র সৌরভ সিংহ। এরা প্রত্যেকেই বিজেপির প্রার্থী হয়েছিলেন।

সুনীল সিংহ হয়েছিলেন গারুলিয়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী। আদিত্য সিং হয়েছিলেন ১২ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী। রবিবার এই তিনজন তৃণমূল জেলা সাংগঠনিক অফিসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক।

এ বিষয়ে সৌরভ সিং বলেন, ‘বিজেপিতে কেউ কর্মী নেই, সবাই নেতা হতে চায়। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি।’ এদিকে সুনীল সিংহ বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম।’