IPL : অজিঙ্কা রাহানেকে নিল কলকাতা নাইট রাইডার্স

১৫ তম IPL সেশনের নিলাম,রবিবার পর্যন্ত। শনিবার মোটা অঙ্কে বিক্রিত মূখ্য ক্রিকেটারেরা হলেন ঈশান কিশানকে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে ১৫.২৫ কোটিতে।দীপক চাহারকে চেন্নাই সুপার কিংস কিনেছে…

IPL Ajinkya Rahane

১৫ তম IPL সেশনের নিলাম,রবিবার পর্যন্ত। শনিবার মোটা অঙ্কে বিক্রিত মূখ্য ক্রিকেটারেরা হলেন ঈশান কিশানকে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে ১৫.২৫ কোটিতে।দীপক চাহারকে চেন্নাই সুপার কিংস কিনেছে ১৪ কোটি মূল্যে।নিকলাস পুরানকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

রবিবার বেলা ১২ টা থেকে শুরু হয় দ্বিতীয় তথা শেষ দিনের নিলাম প্রক্রিয়া। দ্বিতীয় দিনে অজিঙ্কা রাহানেকে ১ কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স, সঙ্গে ৫৫ লাখ টাকায় রিঙ্কু সিং ফিরলেন কেকেআর শিবিরে।রবিবার এইডেন মার্করামকে ২.৬০ কোটি টাকায় কিনলো সানরাইজার্স হায়দরাবাদ।

   

মনদীপ সিংকে ১.১০ কোটি টাকায় কিনলো দিল্লি ক্যাপিটালস,লিয়াম লিভিংস্টোনকে ১১.৫০ কোটি টাকায় এবং ওডিয়ান স্মিথকে ৬ কোটি টাকায় দুই ক্রিকেটারকে কিনলো পাঞ্জাব কিংস।ডোমিনিক ডার্কেসকে ১.১০ কোটি টাকায় এবং জয়ন্ত যাদবকে ১.৭০ কোটি টাকায় দুই ক্রিকেটারকে কিনলো গুজরাট টাইটানস,সঙ্গে বিজয় শঙ্করকে ১.৪০ কোটি টাকায় কিনলো গুজরাট টাইটানস। ম্যাক্রো জেনসেনকে ৪.২০ কোটি টাকায় কিনলো সানরাইজার্স হায়দরাবাদ।

শিভম দুবেকে ৪ কোটি টাকায় কিনলো চেন্নাই সুপার কিংস। কৃষ্ণাপ্পা গৌতমকে ৯০ লক্ষ টাকায় কিনলো লক্ষৌ সুপার জায়ান্টস, খলিল আহমেদকে ৫.২৫ কোটি টাকায় কিনলো দিল্লি ক্যাপিটালস,দুশমন্ত চামিরাকে ২ কোটি টাকায় কিনলো লখনৌ সুপার জায়ান্টস, চেতন সাকারিয়াকে ৪.২০ কোটি টাকায় কিনলো দিল্লি কেপিটালস।অন্যদিকে, নভদীপ সাইনি ২.৬০ কোটি টাকায় কিনলো রাজস্থান রয়্যালস, সন্দীপ শর্মাকে ৫০ লক্ষ টাকায় কিনলো পাঞ্জাব কিংস।

জয়দেব উনাদকটকে ১.৩০ কোটি টাকায় এবং মায়াঙ্ক মারকান্ডেকে ৬৫ লক্ষ টাকায় কিনলো মুম্বাই ইন্ডিয়ান্স। শাহবাজ নাদিমকে ৫০ লাখে এবং মনন ভোরাকে ২০ লাখ টাকাতে কিনেছে লক্ষৌ সুপার জায়ান্ট। মহেশ থিকসানাকে ৭০ লক্ষ টাকায় কিনলো চেন্নাই সুপার কিংস।