SSC Scam: মন্ত্রী পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ‘মুজিব ছাপ’ টাকার থলি, কোটি কোটি টাকার গণনা চলছে

SSC Scam: চমকে যাচ্ছেন ইডি আধিকারিকরা। এ যেন কুবেরের খাজানা। তবে এর মধ্যেও চমক! তৃ়ণমূল কংগ্রেস মহাসচিবের ‘বান্ধবী’ অর্পিতা মু়খার্জির ফ্ল্যাটে যে কোটি কোটি টাকা…

'Mujibur Rahman stamp' money bag at home of minister Partha Chatterjee-closer Arpita Mukherjee

SSC Scam: চমকে যাচ্ছেন ইডি আধিকারিকরা। এ যেন কুবেরের খাজানা। তবে এর মধ্যেও চমক! তৃ়ণমূল কংগ্রেস মহাসচিবের ‘বান্ধবী’ অর্পিতা মু়খার্জির ফ্ল্যাটে যে কোটি কোটি টাকা ও বিদেশি মুদ্রা মিলেছে, তার কয়েকটিতে আছে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি।

সন্দেহ করা হচ্ছে, বেআইনি লেনদেনের টাকা বাংলাদেশে পাচারের ব্যবস্থা করা হচ্ছিল। কেন এমন বিশেষ ছবি দেওয়া টাকার বস্তা তাও প্রশ্ন ইডির কাছে।

পড়ুন: SSC-TET Scam: পাহাড় সমান টাকার সঙ্গে মিলেছে সোনা-বৈদেশিক মুদ্রা, গ্রেফতার হতে পারেন পার্থ

বাংলাদেশ থেকে পালিয়ে আসা আর্থিক জালি়য়াত পি কে হালদার সহ বেশ কয়েকজন তার সাগরেদ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বেআইনি লেনদেনের অভিযোগ প্রমাণিত। ধৃত পি কে হালদার ইডি জেরায় জানায় তার সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলের কয়েকজন হেভিওয়েটের সংযোগ ছিল।

Bangladesh p k haldar scam investigation in kolkata

পিকে হালদারের দেওয়া তথ্য মারফত ইডি সন্দেহ করে উত্তর ২৪ পরগনার এক হেভিওয়েট মন্ত্রীকে। এবার সন্দেহের তীর চলে যাচ্ছে তৃ়নমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী।

প্রশ্ন, পি কে হালদার বর্নিত সেই হেভিওয়েট নেতা ও মন্ত্রী কে? ইডি সন্দেহের তীর উত্তর ২৪ পরগনার এমন এক তৃ়ণমূল কংগ্রেস নেতার দিকে যিনি বেশ বিতর্কিত।

এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অ়ভিনেত্রী অর্পিতা মু়খার্জির ঘরে যে পরিমাণ টাকা মিলেছে তার সঙ্গে শিক্ষক নিয়োগে বেআইনি লেনদেনের সংযোগ আছে বলেই মনে করছে ইডি।