Bharat Bandh: বনধ ঘিরে অশান্তির আশঙ্কা, সরকারি পরিষেবা স্তব্ধ

কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সোমবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ ফোরাম। ব্যাঙ্কিং, বিমা, কয়লা, লোহা, টেলিকম, তেল, ডাক, আয়কর-সহ অনেক সংগঠন এই…

কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সোমবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ ফোরাম। ব্যাঙ্কিং, বিমা, কয়লা, লোহা, টেলিকম, তেল, ডাক, আয়কর-সহ অনেক সংগঠন এই বনধে সামিল হয়েছে। রাজ্যজুড়ে সকাল থেকে বনধের কারণে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। স্তব্ধ সরকারি পরিষেবা।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির মধ্যে আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএম, সিটু, এআইইউটিইউসি, টিইউসিসি, এআইসিসিটিইউ, এলএফপি এবং ইউটিইউসি এই বনধ ডেকেছে। রাজ্যস্তরের বিভিন্ন ইউনিয়নও বনধকে সমর্থন করছে। বনধের কারণে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। যাদবপুরে বনধ সমর্থনকারী সিটর কর্মীরা লাল ঝান্ডা হাতে মিছিল করছিল। কিন্তু তাদের বাধা দেয় পুলিশ। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

বনধের কারণে রেল অবরোধ করা হয়েছে শিয়ালদহ ও যাদবপুরে। এখনও হাওড়া স্টেশন থেকে কোনও অশান্তির খবর মেলেনি। তবে হাওড়া-আমতা শাখায় ডোমজুড় রোড স্টেশনে ট্রেন অবরোধ করা হয়্ছেে। ডোমজুড়ে অবরোধ করা হয়েছে সরকারি বাস। লেকটাউনের কালিন্দি ও যশোর রোডে বনধ সমর্থনকারীরা গাড়ি আটকানোর চেষ্টা করে। ফলে বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।