উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবি সমর্থন শিলিগুড়ির বিজেপি বিধায়কের, তীব্র বিতর্ক

প্রবল দাবদাহের কারণে রাজ্য সরকার গরমের ছুটি ২ মে থেকে ঘোষণা করেছে। সরকারের এই অবস্থানের বিপরীতে গিয়ে শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Sankar Ghosh)…

প্রবল দাবদাহের কারণে রাজ্য সরকার গরমের ছুটি ২ মে থেকে ঘোষণা করেছে। সরকারের এই অবস্থানের বিপরীতে গিয়ে শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Sankar Ghosh) বললেন, দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। অথচ উত্তরবঙ্গে দাবদাহ নেই। কেন উত্তরবঙ্গে একইসাথে বিদ্যালয় বন্ধ হবে ২ মে থেকে। এর জন্যই আলাদা রাজ্যের দাবি ওঠে।

দার্জিলিং জেলার শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ তার দাবি সংক্রান্ত চিঠি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দিয়েছেন।শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের এমন দাবির পর পুরো উত্তরবঙ্গ সরগরম। তিনি জানান, কেন দক্ষিণবঙ্গ থেকে বিশাল উত্তরবঙ্গ নিয়ন্ত্রিত হবে। আমি আগে অখণ্ড রাজ্যের পক্ষে বারবার বলেছি। কেন উত্তরবঙ্গ বারবার দক্ষিণবঙ্গের প্রশাসনিক কর্তাদের নিয়ম মানবে।

   

এদিন একপ্রকার রাজ্য ভাগের দাবি তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাৎপর্যপূর্ণ, তিনি যতদিন সিপিআইএমে ছিলেন ততদিন এমন দাবি করেননি। গত বিধানসভা ভোটের আগে শংকর ঘোষ সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর কাছে পরাজিত হন তাঁর রাজনৈতিক গুরু প্রাক্তন পুরমন্ত্রী ও সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য।

শংকর ঘোষ যেভাবে আলাদা রাজ্য হিসেবে উত্তরবঙ্গ কে দেখতে চাইছেন তা বিচ্ছিন্নতাবাদী চিন্তা বলে রাজভবন মহলে আলোচনা।

বিজেপি বিধায়ক শংকর ঘোষের দাবি অতিরিক্ত গরম এখনো পড়েনি শিলিগুড়িতে। তাই শিলিগুড়ি সাব ডিভিশনে স্কুল খোলা রাখা হোক। তিনি বলেছেন, দক্ষিণবঙ্গের গরমের জন্য কেন উত্তরবঙ্গে গরমের ছুটি একসাথে পড়বে।

বিজেপি বিচ্ছিন্নতাবাদী চিন্তা করে পশ্চিমবঙ্গকে ভাঙতে চায় এমনই অভিযোগে একসাথে সরব তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম।