Sheikh Shahjahan: শেখ শাহজাহানের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

সন্দেশখালি কাণ্ডের মূল মাস্টারমাইন্ড শেখ শাহজাহান (Sheikh Shahjahan)-কে নিয়ে বড় রায় দিল বসিরহাট আদালত। আদালতের রায়ে রাজ্যের শাসক দল যে যথেষ্ট অস্বস্তিতে পড়বে তা আর…

সন্দেশখালি কাণ্ডের মূল মাস্টারমাইন্ড শেখ শাহজাহান (Sheikh Shahjahan)-কে নিয়ে বড় রায় দিল বসিরহাট আদালত। আদালতের রায়ে রাজ্যের শাসক দল যে যথেষ্ট অস্বস্তিতে পড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার শেখ শাহজাহানের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল। 

Advertisements

 

   

এদিকে শেখ শাহজাহানের গ্রেফতারির খবর সন্দেশখালিতে যেতেই খুশিতে ফেটে পরেছেন সকলে। যেন অকাল উৎসবে মেতে উঠেছে গোটা গ্রাম। এলাকার মেয়ে বউরা সকলকে মিষ্টি বিলি করছেন।

যাইহোক, বিগত ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আক্রান্ত হয় ইডির দল। এরপর আরও একাধিক অভিযোগকে ঘিরে দফায় দফায় অশান্ত হতে থাকে উত্তর ২৪ পরগনার এই ছোট্ট গ্রামটি। মহিলাদের যৌন হেনস্থা, জোর করে জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করে এলাআর ‘ত্রাস’ হিসেবে খ্যাত শাহজাহানের বিরুদ্ধে। এদিকে ইডির টিমের ওপর হামলার ঘটনার দিন থেকেই গা ঢাকা দেন শাহজাহান। যদিও শেষ রক্ষা হল না। অবশেষে মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ।