Education : স্কুল খোলার দাবিতে বিক্ষোভ, বারাসাতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি

এখনও বন্ধ স্কুল (Education)। চাপে রাজ্য সরকার। আন্তর্জাতিক মহলেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধ মত। ছাত্র সংগঠনের মধ্যেও চড়ছে সুর। বারাসাতে বিক্ষোভ। পথে নামল…

এখনও বন্ধ স্কুল (Education)। চাপে রাজ্য সরকার। আন্তর্জাতিক মহলেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধ মত। ছাত্র সংগঠনের মধ্যেও চড়ছে সুর। বারাসাতে বিক্ষোভ। পথে নামল বাম ছাত্র সংগঠন।

স্কুল খোলার দাবিতে এসএফআই কর্মীদের বিক্ষোভ বারাসাতে। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন এসএফআই কর্মী।

অতিমারি আবহে থমকে রয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। অন্যান্য পরিষেবা সচল থাকলেও শিক্ষালয়ে ঝুলছে তালা। ক্রমে অনিশ্চিত হয়ে পড়ছে পড়ুয়াদের ভবিষ্যৎ।

স্কুল-কলেজ খোলার দাবিতে সোমবার সোদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই কর্মীরা। অবরোধ চলে প্রায় ৩০ মিনিট। এরপর খড়দহ থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা তাঁদের অবরোধ তুলে নেন। যদিও পানিহাটি পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ জারি রাখা হয়।

অবরোধকারীদের দাবি, ‘রাজ্যের সমস্ত কিছুই শর্তসাপেক্ষে খোলার নির্দেশ দিয়েছে সরকার। তাহলে কেন বন্ধ স্কুল, কলেজ? অবিলম্বে শুরু করা হোক পঠন-পাঠন। সরকার যতক্ষণ না এই দাবি পূরণ করছে, ততক্ষণ লাগাতার চলবে বিক্ষোভ প্রদর্শন।’ জানিয়েছেন ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য তানিয়া মিত্র।