Sagardighi: কর্নাটক কংগ্রেসের বুঝেই সাগরদিঘিতে উল্লাস

উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সাগরদিঘি (Sagardighi) আসনে জয়ী হয় কংগ্রেস ও বাম জোট। শনিবার রাজ্যের একমাত্র কংগ্রেস (congress) দখলে থাকা এই বিধানসভা কেন্দ্রেও ছড়িয়েছে একক শক্তিতে কর্নাটক

Congress Government Claims Single Majority in Karnataka as BJP's Power Wanes

উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সাগরদিঘি (Sagardighi) আসনে জয়ী হয় কংগ্রেস ও বাম জোট। শনিবার রাজ্যের একমাত্র কংগ্রেস (congress) দখলে থাকা এই বিধানসভা কেন্দ্রেও ছড়িয়েছে একক শক্তিতে কর্নাটক (Karnataka Assembly Election) জয়ের উল্লাস। সাগরদিঘির কংগ্রেস সমর্থকরা পরস্পর আনন্দে মেতেছেন।

সকাল থেকেই সাগরদিঘি সরগরম। কর্নাটকে কংগ্রেসের আসন যত বেড়েছে ততই উল্লসিত হয়েছেন সাগরদিঘির কংগ্রেস সমর্থকরা।

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে নেতারা জানাচ্ছেন, কর্নাটকের জয় গুরুত্বপূর্ণ। কারণ একক গরিষ্ঠতা মিলছে। আর পশ্চিমবঙ্গেও শাসক দল তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। জেলা কংগ্রেস নেতারা সাগরদিঘি মডেল তুলে ধরেছেন।

এদিকে মুর্শিদাবাদ সফরে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সাগরদিঘির কংগ্রেস বিধায়ক চাইলে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। এলাকার উন্নয়নে মুখ্যমন্ত্রীর দরজা খোলা আছে। তবে তাঁর জেলা সফরের মাঝেই মুর্শিদাবাদে একাধিক গ্রামে তৃণমূল ত্যাগ করে কংগ্রেস ও সিপিআইএমের শিবিরে যোগদান হয়েছে।

জানা গিয়েছে, সাগরদিঘিতে (sagardighi) তৃণমূলের পরাজয়ের পর মুর্শিদাবাদ সহ সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে ভোটব্যাংক নিয়ে চিন্তিত তৃণমূল। বারবার সংখ্যালঘু এলাকার দলীয় সংগঠনের রিপোর্ট পর্যালোচনা করছে তৃ়ণমূল। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী ভাঙন রোধে ১০০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করেছেন।

মমতাকে চ্যালেঞ্জ করে বহরমপুরের কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেছেন, আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।