Dibyendu Adhikari: সম্ভবত লোকসভা ভােটের আগেই বিজেপিতে শুভেন্দু-ভাই

লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী ? গাদ্দার, বেইমান বিশ্বাসঘাতক পরিবারের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হোক আমার তৃণমূল কর্মী হিসেবে…

লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী ? গাদ্দার, বেইমান বিশ্বাসঘাতক পরিবারের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হোক আমার তৃণমূল কর্মী হিসেবে চাই না বিস্ফোরক তৃণমূলের যুবনেতা সুপ্রকাশ গিরি।

তমলুকের সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন ? তা নিয়ে চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে! তাহলে কি দাদার পথে পা বাড়াবেন তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রতিকে জেতা সাংসদ দিব্যেন্দু অধিকারী! শিল্পনগরী হলদিয়া আইওসি কর্মসূচিতে এমনই মন্তব্যর জেরে শিরোনামে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। সাংসদ দিব্যেন্দু অধিকারীর ‘ ভারত মাতা জিন্দাবাদ ‘ বলে স্লোগান দেন। তারপরেই পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। খোদ দিব্যেন্দু অধিকারীর দাবি ‘সময় কথা বলবে’! পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।

তমলুকে সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বলেন ” ভারত মাতার জয় বলা কি অপরাধ ? আপনি বলুন না! কিসের ইঙ্গিত? ইঙ্গিত ইঙ্গিতে সময় বুঝতে পারবেন! বিজেপি’তে যোগদান করবো কিনা তা সেটা সময় কথা বলবে। সময় নির্বাচন ঘোষণা হয়ে যাবে! বন্দরে নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় সরকারকে একাধিক বার জানিয়েছি! বন্দরে কিছু আধিকারিক চান না নামটা পরিবর্তন হোক “!

হলদিয়ায় একটি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ও বিজেপি নেত্রী তাপসী মণ্ডলের প্রশংসা করেন!সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিব্যেন্দু বলেন ” কোথাও কি লেখা আছে কারোর প্রশংসা করা কি অপরাধ! যারা অতি নিম্নমানের রুচি সম্পন্ন মানুষ তারা এসব কথা বলবে আমি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি “।

দিব্যেন্দু অধিকারী এই বক্তব্যে পাল্টা কটাক্ষ করেছেন কাঁথি সংগঠনীক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। তিনি বলেন ” নতুন নাটক। ২-৩ বছর ওই পরিবারে নাটক দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস আবেগ’কে নিয়ে নির্বাচিত সাংসদ বিজেপির হয়ে কাজ করছে। ২০২১ সালের বিধানসভা ও ২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কোথায় ছিলেন ? এদেরকে দল আর গুরুত্ব দিচ্ছে না! এটাই বাস্তব তিন বছর পর দিব্যেন্দু অধিকারীকে মানুষ খুঁজে পেয়েছে! নিখোঁজ সাংসদকে পর্দার সামনে পাওয়া গেছে! ৩ বছরে কি কি সাধারণ মানুষের জন্য কাজ করেছে শেতপত্র প্রকাশ করুন! দিব্যেন্দু অধিকারী মতন এই ধরনের নেতাকে গুরুত্ব দিতে নারাজ “।

কাঁথি বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী সম্পর্কে কটাক্ষ করেন তৃণমূলের যুবনেতা সুপ্রকাশ গিরি। তিনি বলেন ” শিশিরবাবু একজন বর্শিয়ান মানুষ। আমরা চাই না শিশিরবাবুর মতন গাদ্দারের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ হোক! ওই পরিবার গাদ্দার ও বেইমান! মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় শিশির অধিকারী একবারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী হতে পেরে ছিলেন। আমরা কর্মী হিসেবে চাই না গাদ্দার, বেইমান ও বিশ্বাসঘাতক মুখে মমতা বন্দ্যোপাধ্যায় মতন মানবিক মুখ্যমন্ত্রী নামটা উচ্চারিত হোক! কংগ্রেস ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিল, কংগ্রেস প্রার্থীকে ঘোল ঢেলে ছিল এই শিশির অধিকারী “।