Anurag Kashyap: আমি সেই মানসিকতায় সমস্যা দেখি, কাকে খোঁচা দিলেন অনুরাগ!

Anurag Kashyap: সম্প্রতি চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হচ্ছে অনুরাগ কাশ্যাপের ছবি কেনেডি। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। সেখান থেকে তাকে…

Anurag Kashyap

Anurag Kashyap: সম্প্রতি চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হচ্ছে অনুরাগ কাশ্যাপের ছবি কেনেডি। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। সেখান থেকে তাকে প্রশ্ন করা হয়, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কেনেডি’ নিয়ে উন্মাদনা ছিল। এ বার কেমন লাগছে?”

অনুরাগ জানিয়েছেন, “গত বার অনেকে দেখতে পাননি ছবিটা। আশা করব, এ বার যেন তাঁরা দেখতে পান। আসলে গত বার যাঁরা দেখতে পাননি তাঁদের জন্য আমার ভীষণ অপরাধবোধ হচ্ছিল।”

এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, “অ্যানিম্যাল’, ছবিটা দু’বার দেখেছেন। কী কারণে আপনার এতটা দৃষ্টি আকর্ষণ করল এই ছবি?” এই প্রসঙ্গে অভিনেতার সংযোজন, “কোনও ছবির মান ও মেধা নিয়ে সেই ছবির পরিচালকের সঙ্গেই আমি কথা বলি। আসলে আমি প্রতি দিনই অনেক ছবি দেখি। কিন্তু কোনও ছবি ৪০ দিন ধরে ভাবতে বাধ্য করে না। এখন সমাজমাধ্যমের যুগে ছোটখাটো সব বিষয়ে মতামত দেওয়ার জন্য লোক রয়েছে। সিনেমার রেটিংয়ের ভিত্তিতে তার সাফল্যের মাপকাঠি নির্ধারিত হয়, এটা কি ঠিক! আমরা এমন একটা সময়ে বাস করছি ,যখন কে যে কী করছে বুঝতে পারছি না। চারদিকে ‘ট্র্যাজিক কমেডি’ চলছে।”

এক সাক্ষাৎকারে অভিনেতাকে এক সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়, “‘অ্যানিম্যাল’ ছবি পর উগ্র পৌরুষ নিয়ে চারপাশে যে চর্চা হচ্ছে তাঁকে আপনি সাধুবাদ জানান। কিন্তু কোনও বিষয়কে সমাজের কাছে তুলতে গিয়ে চিত্রায়নের দিকটায় কি পরিচালকের নজর দেওয়ার প্রয়োজন নেই?”

অনুরাগের কথায়, “আমি কোনটা ঠিক কোনটা ভুল সেই নিয়ে ভাবছি না। কিন্তু কথা হচ্ছে তো। কার জন্য আলোচনা-চর্চা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। অনেক ফালতু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তবে দেখুন, সমাজের একটা বড় অংশ, ভারতের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ দর্শক ‘অ্যানিম্যাল’ দেখে দারুণ আনন্দ পেয়েছেন। তা হলে সকলে মিলে একটা মানুষের মধ্যেই কেন সমস্যা দেখতে পাচ্ছেন? যাঁরা এই ছবি দেখছেন, তাঁদের মধ্যেও সমস্যা রয়েছে। এত বড় তারকারা কাজ করেছেন, তাঁদের কোনও দায় নেই? সমস্যা তা হলে তাঁদেরও আছে। যে কোনও একটা মানুষকে টার্গেট করা সেটা ঠিক নয়। আমি সেই মানসিকতায় সমস্যা দেখতে পাই।”