Rampurhat Files: অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ

Rampurhat Files: ২১ মার্চ বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শখের মৃত্যুর পরেই বগটুই গ্রাম জুড়ে চলে হত্যালীলা। জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের একাধিক বাড়ি৷ পুড়ে…

Political tension is increasing over the death of accused Lalon Sheikh

Rampurhat Files: ২১ মার্চ বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শখের মৃত্যুর পরেই বগটুই গ্রাম জুড়ে চলে হত্যালীলা। জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের একাধিক বাড়ি৷ পুড়ে ছারখার হয় ৮ টি দেহ। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্ত লালল শেখের (Lalon Sheikh) সোমবার মৃত্যুর ঘটনা আরও একবার উস্কে দিচ্ছে সেদিনের ঘটনার স্মৃতি। কিন্তু লালন শেখের রহস্যজনক মৃত্যুর ঘটনার কথা আদালতে জানাবে সিবিআই?

কারণ, বগটুইয়ের ঘটনার পরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল৷ সেই মামলার শুনানির পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। দীর্ঘ সময় ধরে ফেরার থাকার পর ভাদু শেখের ভাই লালন শেখকে গ্রেফতার করতে পারে সিবিআই৷ এখন তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক চাপানুতোর।

সূত্রে খবর, লালনের যেখান থেকে মৃতদেহ পাওয়া গেছে, তা দেখে চমকে যাওয়ার মতো। সিবিআই ক্যাম্পের শৌচাগারে একটি কলের পাইপ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে লালনের দেহ। পা ঠেকে রয়েছে মাটিতে। পরনে একটা কালো অন্তর্বাস। সারা গায়ে আর কিচ্ছু নেই। কিছুদিন আগেই গ্রেফতার হওয়া লালনকে ৬ দিনের হেফাজতে নিয়েছিল সিবিআই। তারপরে এই ঘটনা কেন ঘটল?

জানা গিয়েছে, গতকাল বিকেলেই লালনের মৃত্যু হয়েছে। পরিবারের তরফে দাবি করা হচ্ছে, সিবিআই লালনের ওপর বেধড়ক মারধর করেছিল৷ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। এমনকি জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। আমরা সিবিআইয়ের শাস্তি চাই। গোটা বিষয়টিকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, কথায় কথায় যারা সিবিআই তদন্তের দাবি জানায়, তারা এবার সিবিআই নিয়ে বলুক৷