Congress: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য জুড়ে এফআইআর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য জুড়ে FIR দায়ের করল জাতীয় কংগ্রেস। অভিযোগ, রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারত…

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য জুড়ে FIR দায়ের করল জাতীয় কংগ্রেস। অভিযোগ, রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী রবিবার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরে যান। সোমবার তিনি পড়শি রাজ্য বিহারে ঢুকেছেন। নির্ধারিত পথে ফের তিনি পশ্চিমবঙ্গে আসবেন। তাঁর সফরের মাঝে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যোগ দিয়েছেন বিজেপি নেতৃত্বের এনডিএ শিবিরে। অভিযোগ, এই রাজনৈতিক পটপরিবর্তন ইস্যুতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তা অশ্নীল।

কী বলেছিলেন শুভেন্দু অধিকারী? রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “গত ৪ দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী …রাহুল গান্ধী। কে হরিদাস পাল…একটা *****। বলছে স্টোভের উপর একটা কয়লা দিয়ে সকালবেলা চা গরম করব। কদিন আগেই বলেছে অসমে…সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হবে। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় তা আমি তো দেখিও নি, শুনিও নি। তাহলে যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করে। পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি।”