Panchayat elections: আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশে সম্ভাব্য সময়ে হচ্ছে না পঞ্চায়েত নির্বাচন

নির্বাচন কমিশনের তরফে এখনও অবধি ঘোষণা না হলেও পঞ্চায়েত নির্বাচনের (Panchayat elections) প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। অ

Panchayat elections

নির্বাচন কমিশনের তরফে এখনও অবধি ঘোষণা না হলেও পঞ্চায়েত নির্বাচনের (Panchayat elections) প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। অনেকেই বলছেন, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরই মধ্যে আদালতের নির্দেশ, আগামী ৯ মার্চ অবধি পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশ্ন। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল তার মেয়াদ ৯ তারিখ অবধি বাড়ানো হয়েছে। এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না।

পঞ্চায়েত ভোটের রোস্টারে বেনিয়ম। তার ওপর নির্বাচন কমিশনের তরফে মেলেনি সঠিক উত্তর। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, শুধুমাত্র ওবিসিদের জনগণনা কেন হবে? এসসি বা এসটিদের কেন গননা হবে না? পাশাপাশি অতীতের অভিজ্ঞতা থেকে তিনি দাবি করেন, পঞ্চায়েত ভোট কখনই শান্তিপূর্ণ হয়নি। তাই এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন তিনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একইসঙ্গে নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হতে পারে সেজন্য মানুষকে আশ্বস্ত করতে হবে। পাশাপাশি নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা যাতে না হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি। তৃণমূলের ব্লকের নেতারা, যাঁরা একশোর দিনের টাকা চুরি করেছে, সীমাহীন কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের সৃষ্টিকর্তা যাঁরা, তাঁদের সঙ্গে বসে বিডিওরা এই কাজ করেছে। এমন অভিযোগ কমিশনে জানানোর পরেও কোনও সদুত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হন তিনি।

কলকাতা হাইকোর্টে মামলা গড়াতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, যতদিন আদালতে এই মামলা চলবে, ততদিন নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারবে না। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ এর আগেও একাধিকবার বাড়ানো হয়েছিল। এখনও আবার বাড়ানোর নির্দেশ দিল আদালত।