ফের অ্যাকশন মুডে ED, এবার শেখ শাহজাহানের আত্মীয়, শাগরেদদের তলব সংস্থার

লোকসভা ভোটের মুখে সন্দেশখালি ইস্যুতে ফের অ্যাকশন মুডে ইডি (ED)। সন্দেশখালি (Sandeshkhali) মামলায় তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের আত্মীয় এবং শাগরেদদের তলব করল ইডি। ইতিমধ্যে…

লোকসভা ভোটের মুখে সন্দেশখালি ইস্যুতে ফের অ্যাকশন মুডে ইডি (ED)। সন্দেশখালি (Sandeshkhali) মামলায় তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের আত্মীয় এবং শাগরেদদের তলব করল ইডি।

ইতিমধ্যে শেখ শাহজাহানের জামাই সাবির আলি মোল্লাকে তলবকরে বয়ান রেকর্ড করেছে ইডি বলে খবর। এদিকে সোমবারই বিশেষ পিএমএলএ আদালতে ইডি জানায়, ‘সন্দেশখালির প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগের অভিযোগে আরও অন্তত দুজন মন্ত্রী তাদের রাডারে রয়েছেন।’

   

ইডির আইনজীবী অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘শেখ শাহজাহানের সঙ্গে দুই-তিনজন মন্ত্রীর যোগাযোগ রয়েছে এবং তার সঙ্গে তাদের লেনদেনের প্রমাণ আমাদের কাছে আছে। এমন প্রমাণ রয়েছে যা দেখায় যে অপরাধের আয় তাদের সাথে যুক্ত।’ রেশন কেলেঙ্কারিতে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা নিয়ে ইডি যখন তদন্ত শুরু করে, তখনই প্রথম শাহজাহানের নাম উঠে আসে। শাহজাহান, শিবু হাজরা, দিদার বক্স এবং শাহজাহানের ভাই শেখ আলমগীরকে আদালতে হাজির করা হলে ১৩ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গত সপ্তাহে সন্দেশখালিতে সিবিআই ও এনএসজি কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত হওয়া নিয়ে সাংবাদিকদের তরফে শাহজাহানকে জিজ্ঞাসা করলে তিনি মুখে কুলূপ আঁটেন।

 

গত ২৬ এপ্রিল শাহজাহানের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ি থেকে পাঁচটি রিভলভার উদ্ধার করেছে সিবিআই। এছাড়া এনএসজির মাধ্যমে এ ঘরের নিচ থেকে ৩৪৮টি বিভিন্ন ক্যালিবার ও গুলির কার্তুজ উদ্ধার করা হয়। শাহজাহানের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে ইডির আইনজীবী আরও জানান, ‘সেদিন সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে শাহজাহানের পাচার করা টাকার যোগসূত্র রয়েছে। এটা হিমশৈলের চূড়া মাত্র।’