Malda:ভোটের মুখে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা

ভোটের মুখে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে নাকা চেকিংয়ে মালদা শহরের রবীন্দ্র…

Money

ভোটের মুখে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে নাকা চেকিংয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার প্রায় নগদ দুই লক্ষ টাকা। গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। সোমবার বিকেলে পুলিশের নাকা চেকিং -এর সময় উদ্ধার হয়েছে এই টাকা। তবে ভোটের মুখে তাঁর গাড়িতে কীভাবে এলো লক্ষাধিক টাকা, সেই নিয়ে তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত আগামী শুক্রবার ভোট রয়েছে মালদায়। ভোটের ঠিক আগে এত টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন? দানা বেঁধেছে প্রচুর প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কোন দল এভাবে টাকা নিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। যদিও অভিযুক্ত বিজেপি নেতার দাবি, তিনি এলআইসি এজেন্ট, সেই টাকাই জমা দেওয়ার জন্য গাড়ি করে ওই পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিলেন।

   

ইতিমধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। তবে এই ঘটনাকে নিয়ে সরব হয়েছে শাসক, বিরোধী সব পক্ষ। তাঁদের দাবি ভোটের আগে ভোট কেনার জন্য বিজেপি এই টাকা বিলিয়ে দেওয়ার প্ল্যান করেছে। অন্যদিকে বিজেপি এই সব অভিযোগ অস্বীকার করেছে।