Dilip Ghosh: ‘ভোটের চেয়ে বড় গেম নেই’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ফের একবার শিরোনামে উঠে এলেন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলা তথা দেশজুড়ে তৃতীয় দফার লোকসভার ভোটের মুখে দিলীপ ঘোষ এমন এক মন্তব্য…

ফের একবার শিরোনামে উঠে এলেন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলা তথা দেশজুড়ে তৃতীয় দফার লোকসভার ভোটের মুখে দিলীপ ঘোষ এমন এক মন্তব্য করেছেন যা শুনে সকলেই চমকে গিয়েছেন। সেইসঙ্গে নতুন করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চায়ে পে চর্চা করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ভোটের চেয়ে বড় গেম নেই। এবার সেটা দেখবে বর্ধমানের মানুষ।’

   

এদিকে বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন, ‘মমতার ভাষাতেই কথা বিজেপি নেতাদের।’ এর পাশাপাশি কংগ্রেস সৌম্য আইচ রায় জানান, ‘৫ বছর খেলে আবার কেন্দ্র বদলে নেবেন।’ উল্লেখ্য, চলতি লোকসভা ভোটে বারবারই একপ্রকার ‘দাবাং’ মুডে দেখা মিলেছে দিলীপ ঘোষের। কখনও ত্রিশূল হাতে তো কখনও ব্যাট বল কিংবা হকি ব্যাট হাতে নিয়ে প্রচার থেকে শুরু করে চায়ে পে চর্চা করতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে।

এমনিতে বরাবরই নিজের ঠোঁটকাটা মন্তব্য নিয়ে শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। এবারও তার ব্যতিক্রম ঘটল না। চলতি লোকসভা ভোটে দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে তিনি জিততে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।