Mamata Banerjee: সীমান্তে গুলিতে একজন মারা গেছে, অ্যাকশন নেওয়া হবে: মমতা

পঞ্চায়েত ভোটের প্রচারে সোমবার থেকেই ময়দানে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ২৭ জুন মঙ্গলবার মালবাজারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শনিবার মাল ব্লকের…

Mamata Banerjee

পঞ্চায়েত ভোটের প্রচারে সোমবার থেকেই ময়দানে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ২৭ জুন মঙ্গলবার মালবাজারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শনিবার মাল ব্লকের লিস রিভার চা বাগানে তৃণমূল প্রর্থীর হয়ে প্রচারে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই রাজীব জানান মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন মাল বাজারে।

রাজীব বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর জেলার তৃণমূলের পর্যবেক্ষক।রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “”আগামী ২৭ তারিখ মালবাজারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ থেকে তৃণমূল প্রার্থীদের মনোবল বাড়াতেই মালবাজারে আসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই সভা করবেন। ২৭ তারিখ জলপাইগুড়ি জেলার মালবাজারে সভা করবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২ টায় মালবাজারে সভা হবে। আজ প্রশাসনের কর্তারা এবং আমরাও মাঠ পরিদর্শন করেছি। মালবাজারের কোন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে তা আজই চিহ্নিত করে স্থির করা হবে।”

   

পঞ্চায়েতের প্রচারের জন্য রবিবার (২৫ জুন) উত্তরবঙ্গে পৌঁছান তৃণমূল সুপ্রিমো। গতকাল সোমবার (২৬ জুন) কোচবিহার ২ নং ব্লকের জনসভা করেন মুখ্যমন্ত্রী। আজ মালবাজারে জনসভা করবেন তিনি।

জলপাইগুড়ির মালবাজারে জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- Live Updates

  • শেষ করলেন বক্তব্য
  • উত্তরবঅঙ্গে আরেকটি অর্থনৈতক করিডর হবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • বাংলায় বাম-কংগ্রেস জোট মুখ থুবড়ে পড়বে
  • বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস
  • মালবাজারের জনসভা থেকে ‘মানুষের পঞ্চায়েত’ গড়ার আশ্বাস মমতার
  • নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মোদীর
  • ওহে নন্দলাল, ১২০০ টাকায় ফুটছে বেনা পয়সার চাল, ফের স্লোগান তুললেন মমতা
  • ১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল, ফের কেন্দ্রকে আক্রমণ মমতার
  • দিদি আছে, আপনার অধিকার কেউ কেড়ে নেবেনা, আপনার নিরাপত্তা কেউ কেড়ে নেবেনা। কামতাপুরি, চা-শ্রমিক এবং রাজবংশীদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর
  • পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, সর্বত্র তৃণমূল জিতবে
  • বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায়না
  • দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার
  • নিহতের পরিবারে একজনকে হোমগার্ড চাকরি (দিনহাটা ঘটনা)
  • রাশিয়া-আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন, এদিকে টমেটো ১০০ টাকা কেজি, প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ মমতার
  • আমরা দিনহাটার ঘটনায় অ্যাকশন নিচ্ছি-মমতা
  • আজকেও সীমান্তে গুলিতে একজন মারা গেছে, অ্যাকশন নেওয়া হবে
  • আমার বিশ্বাস জলপাইগুড়ি-কোচবিহারের মানুষ আমাদের পাশে থাকবে
  • আজ সকালেও একজনকে গুলি করে মারা হয়েছে – মমতা
  • বিএসএফ-এর গুলিতে কোচবিহারে অনেকে মারা গেছে
  • মোদি আজ আছে, কাল নেই। সেটা বুঝতে হবে। আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে- মমতা
  • নিরপেক্ষভাবে কাজ করুক বিএসএফ – মমতা
  • বিএসএফ-এর সবাই খারাপ নয়
  • মালবাজারে জলে ডুবে মৃত্যুর ঘটনায় টাকা ও চাকরি দেওয়া হয়েছে বললেন মুখ্যমন্ত্রী
  • রাজবংসী ভাষাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার
  • বাম জমানায় জলপাইগুড়ির কোনও উন্নয়ন হয়নি
  • চা-শ্রমিকদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে
  • ৩ লক্ষ চা-শ্রমিককে পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা হয়েছে
  • মানুষের অভিযোগের নিস্পত্তির জন্যই দুয়ারে সরকার, সরাসরি মুখ্যমন্ত্রী করা হয়েছে
  • চা-বাগানের শ্রমিকদের চা-বাগানের পাট্টা দেব, আমরা কাজ শুরু হয়ে গেছে।
  • জলপাইগুড়িতে গজলডোবার মতন পর্যটন কেন্দ্র হয়েছে
  • জলপাইগুড়িতে সেক্রেটারিয়েট, সার্কিট হাউস তৈরি হয়েছে- মমতা
  • জলপাইগুড়িতে আন্তর্জাতক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে
  • সিপিএম-বিজেপি উত্তরবঙ্গে কিচ্ছু করেনি
  • চা-শ্রমিকদের জন্য আমরা ঘরের ব্যবস্থা করে দিয়েছি
  • সিংহভাগ বন্ধ চা বাগান খুলে দিয়েছে তৃণমূলঃ মমতা
  • লোকসভা নির্বাচনের আগে ভাজপা সরকার বলেছিল তারা জিতলে চা বাগান খুলে দেবে। একটাও খোলেনি। খুলেছি আমরা। – মমতা
  •  মমতা শুরু করলেন জনসভা