Kalighat Kaku : ‘বিতর্কিত’ কালীঘাটের কাকুর স্ত্রীর মৃত্যু

হার্ট অ্যাটাকে মৃত্যু কালীঘাটের কাকু (Kalighat Kaku ) সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর। সোমবার রাতে মৃত্যু হয় সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্রের। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থ…

Kolkata 24x7 | বাংলা সংবাদ | Latest News in Brief

হার্ট অ্যাটাকে মৃত্যু কালীঘাটের কাকু (Kalighat Kaku ) সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর। সোমবার রাতে মৃত্যু হয় সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্রের। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাণীদেবী। সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার আগে তার হাঁটুর প্রতিস্থাপন করা হয়। স্ত্রীর মৃত্যুতে প্যারোলে বাড়িতে ফিরতে পারেন সুজয়কৃষ্ণ। যদিও তাঁর আইনজীবীর দাবি, এখনও পর্যন্ত সেরকম কোনো কথা হয়নি।

জানা গেছে, নিউ আলিপুরের বাড়িতে মৃত্যু হয় বীণা ভদ্রের। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় স্বামী সুজয়কৃষ্ণ ভদ্র জেল হেফাজতে থাকায় বীণা দেবীর দেখাশুনার দায়িত্ব ছিল তার মেয়ের হাতে।সূত্রের খবর, স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িক ভাবে জেলমুক্ত করা হতে পারে সুজয়কৃষ্ণকে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। জানা যাচ্ছে, হাওয়ালার মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা নিজের বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে জমা করেছেন তিনি। ২৮ জুন পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।