Panchayat Election: ভিন্নরাজ্য থেকে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র

ভিন্নরাজ্য থেকে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র. রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো কেন্দ্র। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আসন্ন পঞ্চায়েত ভোটে আপাতত…

ভিন্নরাজ্য থেকে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র. রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো কেন্দ্র। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আসন্ন পঞ্চায়েত ভোটে আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে কেন্দ্র, এমনটায় চিঠিতে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৮০০ কোম্পানি বাহিনি চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বাকি অন্য রাজ্যের পুলিশ। এর আগে ২২ কোম্পানি বাহিনি মঞ্জুর করেছে কেন্দ্র।

অবশেষে পঞ্চায়েত নির্বাচনের আগে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটল। গত কয়েকদিন ধরে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রের মধ্যে বিস্তর চিঠি আদান-প্রদান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রক-এর তরফে জানতে চাওয়া হয় ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায়, কীভাবে কাজে লাগানো হবে। রাজ্য নির্বাচন কমিশন জবাবে জানায়, কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

এই উত্তরের পরই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বলে কমিশনকে চিঠি দিয়ে মঙ্গলবার জানাল কেন্দ্র।