কেষ্ট সিবিআই জালে, পথে বিরুদ্ধে সরব TMC

গোরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ঘিরে সরগরম গোটা রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। এদিকে শুক্রবার সিবিআই ও…

গোরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ঘিরে সরগরম গোটা রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। এদিকে শুক্রবার সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ ।

জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ি কলেজের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ । এদিন এই মিছিলে পায়ে পা মেলায় তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মী ও সমর্থকদের পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ , তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত । এদিন এই মিছিলটি শিলিগুড়ি কলেজের সামনে থেকে শুরু হয়ে হাসমিচক হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
মিছিলটির বিষয়ে দার্জিলিং জেলা সভাপতি জানান, ‘তৃণমূল কংগ্রেসকে এইভাবে শেষ করা যাবে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দোপাধ্যায়। আর আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস।তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা আজকে আন্দোলনে নেমেছি।তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা সামনের পথে এগিয়ে যাব। ‘

   

গোরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। দশবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন বীরভূমের ডাকাবুকো নেতা। কথায় রয়েছে, বীরভূমে অনুব্রতর নামে বাঘে গরুতে এক ঘাটের জল খায়৷ কিন্তু বৃহস্পতিবার সকালে বদলে যায় ছবি৷ শতাধিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলল বোলপুরে নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি। ৮ অফিসারদের প্রশ্নের পরেই বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় অনুব্রতকে৷