ISL : ইস্টবেঙ্গলের পছন্দের ফুটবলারকে নিয়ে নিল জামশেদপুর

দিন চারেক আগে তাঁর নাম শোনা গিয়েছিল। অনেকে মনে করেছিলেন আগামী মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন। কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ, ISL এর…

j emmanuel thomas

দিন চারেক আগে তাঁর নাম শোনা গিয়েছিল। অনেকে মনে করেছিলেন আগামী মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন। কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ, ISL এর দল জামশেদপুর ফুটবল ক্লাব ইতিমধ্যে তাঁকে দলে নিশ্চিত করেছে।

জে এমানুয়েল থমাস খেলবেন জামশেদপুর ফুটবল ক্লাবের হয়ে। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে তাঁর আগমণ বার্তা দেওয়া হয়েছে। থমাসের খেলা কিছু মুহূর্তের ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। নতুন ক্লাবে যোগ দিয়ে থমাস বলেছেন, “আমি জামশেদপুর ফুটবল ক্লাবের হয়ে সই করেছি। সমর্থকদের কথা অনেক শুনেছি। তাঁদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি। জাম কে খেলো।”

   

৩১ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের বয়স ভিত্তিক জাতীয় দলে। ইংল্যান্ডের অনুর্ধ্ব ১৭ ও ১৯ দলে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তাঁর। হয়েছিলেন আর্সেনাল যুব অ্যাকাডেমির অধিনায়ক। 

পেশাদার ফুটবল কেরিয়ারে বেশ কিছু ক্লাবে খেলেছেন জে এমানুয়েল থমাস। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ব্রিস্টল সিটির হয়েছে। নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছিলেন সেখানে। করেছিলেন কুড়িটির বেশি গোল। আর্সেনালের সিনিয়র দলে ছিলেন কেরিয়ারের একেবারে শুরু দিকে, ২০০৮-১১ মরসুমে। পরিসংখ্যান অনুযায়ী, গানার্সের হয়ে মাঠে নেমেছিলেন হাতেগোনা ম্যাচে। ফুটবলে হাতেখড়ি আর্সেনালের যুব দলে।