Sports News : বিদেশি কোচের সঙ্গে পাঁচ বছরের চুক্তি বাড়াল কলকাতার ক্লাব

Sports News : ইউনাইটেড স্পোর্টস মানেই যেন চমক। কলকাতার অন্যান্য দলের তুলনায় অনেকটাই আলাদা। তৃণমূল স্তরে থেকেও যে আগামী দিনের কথা ভাবা সম্ভব, সেটা বুঝিয়ে…

Sports News : ইউনাইটেড স্পোর্টস মানেই যেন চমক। কলকাতার অন্যান্য দলের তুলনায় অনেকটাই আলাদা। তৃণমূল স্তরে থেকেও যে আগামী দিনের কথা ভাবা সম্ভব, সেটা বুঝিয়ে দিচ্ছে ইউনাইটেড স্পোর্টস।

কলকাতা ফুটবল লিগের মধ্যে দিয়ে ময়দানে শুরু হয়ে যায় নতুন ফুটবল মরসুমের সূচনা। প্রচুর ক্লাব দল নামায় মাঠে। এক ঝাঁক প্রতিভাধর ফুটবলার। তারপর? তারপরের ছবি ফুটবল প্রেমীদের চোখে নতুন নয়। খবরের কাগজের পাতা থেকে হারিয়ে যেতে শুরু করে সেই সমস্ত ক্লাব। ক্রমে মাঠ থেকে মুছে যেতে থাকে অধিকাংশ ফুটবলারের নাম। ইউনাইটেড স্পোর্টস এখানেই ব্যতিক্রম।

   

এক সময় কলকাতায় বিশ্বকাপে খেলা ফুটবলার নিয়ে এসে চমকে দিয়েছিল ইউনাইটেড। সেই কার্লোস হার্নান্দেজের কথা অনেকেরই হয়তো মনে আছে। ইউনাইটেড স্পোর্টস কিন্তু কখনও হারিয়ে যায়নি। নতুন করে ফিরে এসেছে। এবং আগামী দিনেও সমান ভাবে আলোচনায় থাকতে চায়। 

চলতি মরসুমে ইউনাইটেডের একাধিক ফুটবলার নজর কেড়েছেন। তারক হেমব্রম, সঞ্জীব মন্ডল, সুব্রত মূর্মুরা প্রচারের আলোয়। এবার তাঁদের হেডস্যারের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করে নিল ক্লাব। সামাজিক মাধ্যমে জানানো হয়েছে সে কথা-

“স্টিভের সাথে ৫ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করলো আজ ইউনাইটেড .. এই চুক্তির ফলস্বরূপ সিনিয়র টিম তো বটেই , তার সাথে ইউনাইটেডের যে বিস্তর ইয়ুথ ডেভলপমেন্ট সেট আপ আছে তার হেড হিসেবে আসীন হবেন স্টিভ… ইউনাইটেড স্পোর্টস ফুটবল স্কুল এর ভর্তি ও শুরু হতে চলেছে শনিবার থেকে , সেটার ও টেকনিকাল হেড থাকবেন স্টিভ..অ্যাসোসিয়েট অ্যাকাডেমি র ডেভলপমেন্ট এর দায়িত্বেও তিনি..।”