Mohun Bagan Vs East Bengal: ২৮ অগস্ট মরসুমের প্রথম বড় ম্যাচ

চলতি মরসুমের প্রথম বড় ম্যাচ হতে চলেছে ২৮ অগস্ট। ডুরান্ড কাপে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। মরসুমের প্রথম বড় ম্যাচ…

Mohun Bagan Vs East Bengal

চলতি মরসুমের প্রথম বড় ম্যাচ হতে চলেছে ২৮ অগস্ট। ডুরান্ড কাপে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। মরসুমের প্রথম বড় ম্যাচ হতে চলেছে ২৮ অগস্ট।

ডুরান্ড কাপে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে চলেছে খেলা। দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। ১৬ অগস্ট থেকে শুরু হচ্ছে ১৩১তম ডুরান্ড কাপ। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতা, গুয়াহাটি ও ইম্ফলে হবে খেলা।

প্রথমে জানা গিয়েছিল, প্রথম দিন অর্থাৎ ১৬ অগস্টই মরসুমের প্রথম বড় ম্যাচ হতে পারে। কিন্তু সূত্রের খবর, মরসুমের প্রথম ম্যাচই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে চাইছিল না লাল-হলুদ শিবির। কারণ, ইস্টবেঙ্গলের দল গঠন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। শুরু হয়নি অনুশীলন। এই পরিস্থিতিতে ১৬ অগস্ট মোহনবাগানের মুখোমুখি হওয়া কঠিন ছিল তাদের পক্ষে।

অন্য দিকে মোহনবাগান জানিয়েছিল, তারা ৩১ অগস্টের পর ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে রাজি নয়। ৭ সেপ্টেম্বর মোহনবাগানের এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল রয়েছে। ফুটবলারদের চোট-আঘাতের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন শিবির। তার পরেই ডুরান্ড কাপের সূচিতে জানানো হয়েছে, ২৮ অগস্ট হবে প্রথম বড় ম্যাচ।