East Bengal : ঘানা থেকে ফুটবলার নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল

বিদেশি গোলমেশিন আসতে পারে ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal)। এটা অবশ্য নতুন খবর নয়। ইস্টবেঙ্গল বিদেশি স্ট্রাইকার বা ফরোয়ার্ড নিতে চাইছে এই জল্পনা আগেও চলেছে। কথা…

বিদেশি গোলমেশিন আসতে পারে ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal)। এটা অবশ্য নতুন খবর নয়। ইস্টবেঙ্গল বিদেশি স্ট্রাইকার বা ফরোয়ার্ড নিতে চাইছে এই জল্পনা আগেও চলেছে। কথা হচ্ছে, কে আসবেন।

শুক্রবার বিকেলে থেকে গুঞ্জন, ঘানার এক স্ট্রাইকারের সঙ্গে কথা হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলের। নাম এখনও জানা যায়নি। ইতিমধ্যে একাধিক ফুটবলারের ছবি, ট্রান্সফার মার্কেটের বর্তমান অবস্থান সম্পর্কে ছবি সহ লেখা পোস্ট হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের গ্রুপে। এর মধ্যে এমন একজন ফুটবলারের নাম শোনা যাচ্ছে, যার সঙ্গে ক্লাবের পক্ষ থেকে নাকি আগেও যোগাযোগ করা হয়েছিল।

ঘানার স্ট্রাইকারের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা যাচ্ছে ফুটবলারটির ভালো গতি রয়েছে, গোল করার দক্ষতা রয়েছে। আক্রমণভাগে খেলা তৈরি করতে জানেন। পেশাদার ফুটবল বায়োডাটা হয়তো দারুণ কিছু হবে না। তবে নিজের দিনে প্রতিপক্ষের গোলের সামনে ত্রাস হয়ে উঠতে পারেন।

এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগে আগে খেলছেন এমন কোনো বিদেশির সঙ্গেও কথা হয়ে থাকতে পারে। পাশাপাশি আরও দু-একটা সম্ভাবনার কথা জানা গিয়েছে। যেমন ইভান গঞ্জালেস ১৫ আগস্টের পরে কলকাতায় প্রবেশ করতে পারেন। এবং সাইপ্রাসের এক ফুটবলার সম্পর্কে নতুন সপ্তাহে আপডেট পাওয়া যেতে পারে।