অভিষেক উত্তরবঙ্গে, বিজেপির মিছিলে বোমা হামলায় সরগরম কোচবিহার

কোচবিহারে (Coochbehar)বিজেপির (BJP) মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি৷ হামলার অভিযোগ উঠেছে শাসক দলে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে৷ রণক্ষেত্র কোচবিহারের শীতলকুচি৷ মুড়ি মুড়কির মতো বোমা পড়তে শুরু…

কোচবিহারে (Coochbehar)বিজেপির (BJP) মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি৷ হামলার অভিযোগ উঠেছে শাসক দলে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে৷ রণক্ষেত্র কোচবিহারের শীতলকুচি৷ মুড়ি মুড়কির মতো বোমা পড়তে শুরু করে৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

শীচলকুচিতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে মিছিল বের করে বিজেপি৷ তখনই বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে৷ বিজেপির অভিযোগ, মিছিলের জন্য এদিন অনুমতি ছিল। একইসঙ্গে শীতলকুচিতেও তৃণমূলের মিছিলের জন্য অনুমতি দেওয়া হয়েছিল৷ দুই মিছিলের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

   

বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, জেলায় জেলায় চোর ধরো জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। একই মিছিল শীতলকুচিতে ছিল। সকলে দেখল কীভাবে সেই মিছিল পরিকল্পিতভাবে আটকে দেওয়া হল। তৃণমূলের গুন্ডারা কীভাবে মিছিলের উপর বোমা ছুড়ল সকলে দেখেছে। সবসময়ই আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে।

গোটা ঘটনার জন্য বিজেপির গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, আমি এখন আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালবাজারের মিটিংয়ে। অনেক নেতারাই আছেন। আমাদের দলের কর্মীরা এত বোকা নন যে এই ঘটনা ঘটাবে।

অভিষেকের উত্তরবঙ্গ সফরের মাঝেই হয়েছে বিজেপির মিছিলে হামলা এর জেরে সরগরম পরিস্থিতি।