Kalimpong: কালিম্পংয়ে নাশকতার চেষ্টা? STF দাবি ধরা পড়েছে ‘পাক চর’

নেপালের রাজধানী কাঠামান্ডুতে পাকিস্তানি গুপ্তচর ও জাল নোটের কারবারে জড়িত লাল মহম্মদ খুন হয়েছে সম্প্রতি। তার খুনের পরপরই এবার শৈলশহর কালিম্পং (Kalimpong) থেকে এক যুবককে…

নেপালের রাজধানী কাঠামান্ডুতে পাকিস্তানি গুপ্তচর ও জাল নোটের কারবারে জড়িত লাল মহম্মদ খুন হয়েছে সম্প্রতি। তার খুনের পরপরই এবার শৈলশহর কালিম্পং (Kalimpong) থেকে এক যুবককে পাকিস্তানের চর (Pak spy) সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

Advertisements

STF দাবি করেছে ধৃত যুবক নেপাল থেকে ভারতে ঢুকেছে সে পাকিস্তানে তথ্য পাঠাত। ধৃত যুবকের নাম পীর মহম্মদ। ওই ব্যক্তির সঙ্গে পাক অফিসারদের যোগ ছিল বলে জানা গেছে।

Advertisements

পড়ুন Kolkata 24 বিশেষ উত্তরবঙ্গে জঙ্গি জালের নেপথ্যে তালিবান সহযোগী হাক্কানি নেটওয়ার্ক।

তালিবান সরকারের অংশীদার হাক্কানি নেটওয়ার্ক সক্রিয় নেপাল থেকে উত্তরবঙ্গে

শৈলশহর কালিম্পং উৎসবের ছুটিতে পর্যটক সমাগমে ভরপুর থাকে। কোনও নাশকতার চেষ্টা হয়েছিল কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে STF

রাজ্য পুলিশের এসটিএফের দাবি, ধৃত যুবক ভারত থেকে কী কী তথ্য পাচার করেছে, আর কারা যুক্ত, ভারতে কোথায় তাদের যোগাযোগ সেসব তথ্যের খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন: নেপালে খুন পাক গুপ্তচর। সীমান্তে জাল টাকার কারবারি।

Nepal: কাঠমাণ্ডুতে পাক ষড়যন্ত্র বানচাল, ভারতে জাল নোট পাচার চক্রী খুন

ওই যুবকের মোবাইল থেকে একাধিক সেনা ছাউনির ছবি পাওয়া গেছে। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা গেছে। ইতিমধ্যেই সেই সমস্ত জিনিস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকেই একাধিক নথি পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, নেপালে গা ঢাকা দিয়েছিল পীর মহম্মদ। জানা গিয়েছে, কালিম্পংয়ে লোন পাইয়ে নাম করে প্রতারণা করত ওই ব্যক্তি। ধৃত ব্যক্তির মোবাইল থেকে পাক যোগের প্রমাণ মিলেছে।

বেশ কিছু অ্যাপ ব্যবহার করতে ধৃত পীর মহম্মদ। যার মাধ্যমেই বিভিন্ন সময় নির্দেশ আসত বলে জানা গেছে। নেপাল থেকে হাওয়ালার মাধ্যমে টাকা আসত।