মালদা (Malda) সরগরম। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে তৃণমূল (TMC) ছাড়ার হিড়িক লাগল। মালদা তৃণমূল কংগ্রেস জেলা সম্পাদক ও জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম দলত্যাগ করতেই একাধিক নেতা নেত্রী পদত্যাগ করতে শুরু করেছেন। মালদায় প্রবল শোরগোল।
পঞ্চায়েত ভোটের আগে মালদায় তৃণমূলে বড়সড় ভাঙন ধরল। মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে চলছে দলত্যাগ। সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ উঠেছে।
আরও পড়ুন মুর্শিদাবাদ থেকে তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর কেন দলত্যাগ হুমকি দিলেন। একাধিক বিধায়ক তার পাশে। Murshidabad: ‘নির্দল হয়েও জিতব’ দলত্যাগের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের
শুক্রবার মালদায় সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল সংখ্যালঘু চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, রাস্তা দিয়ে গেলে লোকে চোর চোর বলে ডাকবে। লজ্জা লাগছে এই দল করতে। কংগ্রেস আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সাংসদ আবু হাসেম খান চৌধুরী আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। ধর্ম নিরপেক্ষ দলেই আমরা যোগদান করব।
কালিয়াচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, মানিকচক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ত্যাগের খবর আসতে শুরু করেছে। জেলা কংগ্রেস ও সিপিআইএমের দাবি আগামী কয়েকদিনে আরও বড়সড় ভাঙন হবে তৃ়ণমূলে।