Murshidabad: ‘নির্দল হয়েও জিতব’ দলত্যাগের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের

পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বিধায়কের হুমকি বার্তা পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের (murshidabad) বিদ্রোহী বিধায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলন করা হুমায়ূন কবীর এবার…

পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বিধায়কের হুমকি বার্তা পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের (murshidabad) বিদ্রোহী বিধায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলন করা হুমায়ূন কবীর এবার আরও বিস্ফোরক। তিনি জানিয়েছেন দল চাইলে বহিষ্কারের করে দিক। কিছু যায় আসেনা আমার।

জানা যাচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরের পাশে রয়েছেন জেলার আরও তিন বিধায়ক। কবীরের বিরুদ্ধে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনও পদক্ষেপ নিলেই তারাও একযোগে পদত্যাগ করবেন। এই তালিকায় সামিল রেজিনগরের রবিউল আলম চৌধুরী, নওদার শাহিনা মমতাজ, জলঙ্গীর আব্দুল রেজ্জাক।

জেলার এই বিদ্রোহী বিধায়কদের অভিযোগ পঞ্চায়েত ভোটে তাদের কথা না শুনে কোনও আলোচনা না করেই দলীয় প্রার্থীদের টিকিট দেওয়া হয়েছে। বিদ্রোহীরা দলীয় নির্দেশ না মেনে নিজ নিজ অনুগামীদের নির্দল প্রার্থী করে প্রচার করছেন। এর পরেই প্রশ্ন উঠেছে, দলীয় শীর্ষ নেতৃত্ব যদি শান্তিমূলক পদক্ষেপ নেয় তাহলে কোন পথ নেবেন বিদ্রোহীরা।

ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর জানান, দল যা পারে করুক। আমার কিছু যায় আসেনা। ক্ষমতা থাকলে দল আমাকে বহিষ্কার করুক, নির্দল হয়েও জিতে দেখাব।

রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীরা যে সব এলাকায় সংখ্যাগরিষ্ঠ সেই সব এলাকার বিধায়করা বিদ্রোহী তালিকায় সামিল। এই তালিকায় আছেন, উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী, চোপড়ার হামিদুল রহমান, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর, রেজিনগরের রবিউল আলম চৌধুরী, নওদার শাহিনা মমতাজ, জলঙ্গীর আব্দুল রেজ্জাক। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।

ক্ষোভ উগরে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি দলীয় সাংগঠনিক পদ থেকে সরেছেন। মৌখিক বার্তায় বলেছেন দলের সাথে নেই।