Aniruddha Thapa: কলকাতা ডার্বি নিয়ে ‘বিস্ফোরক’ বাগান তারকা থাপা

অবশেষে আজ মোহনবাগান দলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে অনিরুদ্ধ থাপার (Aniruddha Thapa) নাম। গত বছর চেন্নাইন দলের স্তম্ভ হিসেবে বিবেচিত হলেও আসন্ন মরশুম থেকে তিনি মোহনবাগান দলের সদস্য।

Aniruddha Thapa

অবশেষে আজ মোহনবাগান দলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে অনিরুদ্ধ থাপার (Aniruddha Thapa) নাম। গত বছর চেন্নাইন দলের স্তম্ভ হিসেবে বিবেচিত হলেও আসন্ন মরশুম থেকে তিনি মোহনবাগান দলের সদস্য। যারফলে, ৭ নম্বর জার্সি পড়ে এবার কলকাতার এই প্রধানের হয়ে খেলবেন তিনি। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তার যোগ দেওয়ার কথা। তবে একটা সময় নাকি দলে টানতে আগ্ৰহ প্রকাশ করে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি।

যারফলে, একটা সময় এই তারকা ফুটবলার কে নিয়ে টানাটানি শুরু হয়ে যায় দুই দলের মধ্যে। তবে ইন্টারকন্টিনেন্টালে কাপ জয়ের দিনেই পরিষ্কার হয়ে গিয়েছিল সমস্ত কিছু। যেখানে মোহনবাগান সুপারজায়ান্টস দলের টিম পিকচারে ধরা দেন থাপা। তবে আজ দলে যোগ দিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতীয় দলের এই তারকা ফুটবলার।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডার্বি প্রসঙ্গে তিনি বলেন, যেদিন থেকে ফুটবল খেলা শুরু করেছি ঠিক সেদিন থেকেই ডার্বির কথা শুনে আসছি। আগে যখন আমি পৈলান দলের হয়ে খেলতাম তখন ডার্বি ম্যাচে সুযোগ পেলেই চলে আসতাম খেলা দেখতে। গ্যালারিতে থাকার জন্য বুঝতে পারতাম তাদের আবেগ। লোকের মুখে মুখে শুনতাম ডার্বি খেলতে গেলে নাকি তারকা ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করতে হয়। এবার সেই সুযোগ এসেছে আমার কাছে। ভাবতেই পারছি না সেই হাজার হাজার দর্শকদের সামনে আমি মাঠে নামবো। দলের পতাকার পাশাপাশি আবীর ও ব্যানার নিয়ে ওরা আমাদের খেলা দেখতে আসবে।

তবে সেখানেই শেষ নয়। দেশের তরুণ প্রতিভা আরও বলেন, “এবার দলের হয়ে ডার্বি যেমন জিততে চাই, ঠিক তেমনই গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবার ও সেই ধারা বজায় রাখতে চাই। পাশাপাশি আগত এএফসি কাপে মোহনবাগান দলের হয়ে সাফল্য পেতে চাই। পূর্বে ভারতীয় দলের জার্সিতে সাফল্য পেয়েছি। এবার মোহনবাগানের হয়ে ভালো পারফরম্যান্স করতে চাই।” তার এই মন্তব্য শুনে যথেষ্ট খুশি আপামর মোহনবাগান জনতা।