Emiliano Martinez: এমির হাতে বাগানে পেলে-মারাদোনা-সোবার্স গেট খুলবে

এবারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সাফল্যের শিখরে বসানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)।

Emiliano Martinez

এবারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সাফল্যের শিখরে বসানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। যার কাছে আটকে গিয়েছিল সমস্ত তাবড় তাবড় ফুটবল তারকা। এবার আগামী ৪ঠা জুলাই কলকাতায় আসছেন এই এমি মার্টিনেজ। তবে পেলে-মারাদোনার মতো কোনো প্রদশর্নী ম্যাচ না খেললেও ফুটবল বিজড়িত সমস্ত অনুষ্ঠানে থাকবেন এই আর্জেন্টাইন তারকা। তা আগেই আগেই জানা গিয়েছিল।

সেইমতো প্রথম দিনেই কলকাতার অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানে আসবেন তিনি। সেখানে উপস্থিত থেকে প্রথমে ক্লাবের নয়া ফটক “পেলে-মারাদোনা-সোবার্স গেটের উন্মোচন করানো হবে এই বিশ্বকাপ জয়ী গোলকিপারের হাত দিয়ে। তারপর বেশকিছু ফুটবলে সই করার পাশাপাশি ক্লাবের দশজনের হাতে নাকি লাইফ টাইম মেম্বারশিপ কার্ড তুলে দেবেন এই এমি।

   

যা নিয়ে বিগত কয়েক সপ্তাহ আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল সবুজ-মেরুনের অন্দরে। সেইমতো আজ ক্লাবের সামনে বসানো হল মোহনবাগানের অভিনব ফটক। যেটি পেলে-মারাদোনা-সোবার্স গেট নামে বর্তমানে প্রচারিত। যতদূর জানা গিয়েছে, আগামী জুলাই মাসে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের হাত ধরেই উদ্ভোধন হবে এই অভিনব গেট। যা দেখার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছে আপামর সবুজ-মেরুন জনতা। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ রূপে তৈরি নয় এটি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সেটির সমস্ত কাজ সম্পূর্ণ করে রাখতে চান কর্তারা। তারপর শুধু এমি আসার অপেক্ষা।

পূর্বে বাংলা নববর্ষের দিনে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা সুনীল গাভাস্কারের হাত দিয়ে দলের মেইন ফটকের উদ্বোধন করিয়েছিল মোহনবাগান। এবার এই বিশ্বজয়ী গোলরক্ষকের হাত দিয়ে উদ্ধোধন হবে আরেকটি গেট। যা নিঃসন্দেহে বিরাট বড়ো চমক।

জানা গিয়েছে, মোহনবাগান ক্লাবে এসে নাকি কিংবদন্তি দুই ফুটবলার তথা পেলে ও মারাদোনার নামাঙ্কিত বিশেষ গেট উদ্বোধন করবেন এমি মার্টিনেজ। তবে সেখানেই শেষ নয়। ওইদিন সবুজ-মেরুন শিবিরের তরফ থেকে নাকি দশজন আজীবন সদস্যের হাতে তুলে দেওয়া হবে ক্লাবের কার্ড। যা নিঃসন্দেহে বিরাট বড় পদক্ষেপ।