গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছে google থেকে! কিভাবে সুরক্ষিত করবেন তথ্য

বর্তমানে আমরা সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর আর প্রযুক্তির অন্যতম জলজ্যান্ত উদাহরণ হল google। বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া অজানা তথ্য থেকে শুরু করে যে কোন অজানাকে…

leaked from Google

বর্তমানে আমরা সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর আর প্রযুক্তির অন্যতম জলজ্যান্ত উদাহরণ হল google। বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া অজানা তথ্য থেকে শুরু করে যে কোন অজানাকে জানা সবই সম্ভব এই গুগলের মাধ্যমে। শুধু তাই নয়, বিশ্বের যেকোনো প্রান্তে বসে আপনি সহজেই কাজ করতে পারবেন গুগল অ্যাকাউন্টের মাধ্যমে।

তার জন্য অবশ্য দরকার হবে আপনার নিজস্ব গুগল আইডি এবং পাসওয়ার্ডের। এর সাহায্যে আপনি যেকোনো ডিভাইসে যখন খুশি লগইন করতে পারবেন আপনার নিজস্ব google আইডি। এই গুগল আইডির মধ্যে থাকে আমাদের ই-মেইল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য।
যা স্বাভাবিকভাবেই আমরা সাধারণের আড়ালে রাখতে চাই।

তবে অনেক সময় এই সমস্ত তথ্য অন্য কারোর হাতে চলে যায়। কিন্তু আপনি আগে থেকেই দেখতে পারবেন আপনার গুগল অ্যাকাউন্টটি কোথায় এবং কবে লগইন করা হয়েছে। তার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে আপনার স্মার্টফোনের অ্যান্ড্রয়েড সেটিংস অপশনে।

সেখানে যাওয়ার পর যেতে হবে ম্যানেজ ইওর গুগল একাউন্ট অপশনে। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার আইডি ঠিক কখন কোন ডিভাইসে লগইন করা হয়েছিল। আপনি ইচ্ছে করলে ম্যানেজ অল ডিভাইস অপশনে গিয়ে সেই সমস্ত ডিভাইসকে ব্লক করতে পারেন। পাশাপাশি আপনার ইমেইল এবং সর্বোপরি গুগল অ্যাকাউন্টকে সুরক্ষিত করার জন্য আপনি google এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন সহজে।