বাংলায় বাম-কংগ্রেস জোটে ঘোঁট পাকাতে লোকসভায় একসঙ্গে লড়াইয়ের ডাক মমতার

শুক্রবার পাটনায় বিরোধীদের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেন বিজেপিকে। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “পাটনায় অনেক গণ আন্দোলনের সূচনা হয়েছিল, সেইজন্যই নীতীশ…

শুক্রবার পাটনায় বিরোধীদের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেন বিজেপিকে। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “পাটনায় অনেক গণ আন্দোলনের সূচনা হয়েছিল, সেইজন্যই নীতীশ কুমারকে বলেছিলাম পাটনা থেকে বিরোধী বৈঠক শুরু হোক। আমরা সবাই এক, আমরা একসঙ্গে লড়ব।“

বিজেপি বিরোধী মহা জোটের প্রাথমিক বৈঠক ঘিরে পাটনা ছিল সরগরম। বিহারের রাজধানীতে (Pataliputra Politics) নক্ষত্র সমাবেশ। একাধিক মুখ্যমন্ত্রী, প্রাক্তন মু়খ্যমন্ত্রীরা ছিলেন বৈঠকে। তেমনই ছিলেন অ-বিজেপি দলগুলির শীর্ষ নেতারা। পাটনা পৌঁছে বৈঠক শুরুর আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দেন লোকসভা ভোটে বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আনার অঙ্কে। তিনি বলেন, একের বদলে এক প্রার্থী হোক।

বিরোধি বৈঠকের পর এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, “বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে।“

মমতা আরও বলেন যে বাংলায় রাজ্য সরকারকে না জানিয়েই প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে এবং কিছু বললেই ‘ইডি-সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে।‘ তিনি আরও বলেন যে অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত এবং মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। ১০০ দিনের কাজ নিয়ে বিজেপি কে আক্রমণ করে মমতা বলেন যে, “১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির।“

‘বিজেপির কালা কানুনের বিরুদ্ধে লড়াই চলবে’ বলেও হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব। বিজেপি চায় ইতিহাস বদল, আমরা ইতিহাস বদলাতে দেব না।“