‘নবজোয়ার’ কর্মসূচির মাঝে TMC ছেড়ে শয়ে শয়ে সিপিআইএমে সামিল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির মাঝে শয়ে শয়ে সমর্থক তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বাম শিবিরে যোগ দিলেন। উত্তরবঙ্গে শাসক দলে সাম্প্রতিক সময়ে এত বড় ভাঙন হয়নি।…

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির মাঝে শয়ে শয়ে সমর্থক তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বাম শিবিরে যোগ দিলেন। উত্তরবঙ্গে শাসক দলে সাম্প্রতিক সময়ে এত বড় ভাঙন হয়নি। যেমনটা হলো দক্ষিণ দিনাজপুরের কুমারগগঞ্জে।

কোচবিহার থেকে নবজেয়ার কর্মসূচি শুরু করেই চরম বিড়ম্বনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ না মেনেই চলছে বিক্ষোভ। হয়েছে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গণভোট বাক্স লুঠ। ভোট বয়কট। এই জেলার দলীয় নেতাদের একাংশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত সিদ্ধান্ত বদল না করলে দল আরও বেআব্রু হবে।

কোচবিহারে যখন তৃণমূল কংগ্রেসের চরম গোষ্ঠিবাজি প্রকাশ্যে তখন উত্তরবঙ্গের আরও এক জেলা দক্ষিণ দিনাজপুরে শাসকদল ছেড়ে হুড়মুড়িয়ে সিপিআইএমে যোগদান দেখা গেল।

দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআইএমের দাবি, কুমারগগঞ্জে জাকিরপুর বাজারে ৫০০ জনের বেশি তৃণমূল ছেড়ে বাম শিবিরে যোগ দিলেন। তারা বলেছেন, গ্রামাঞ্চলে তৃণমূল নেতাদের দুর্নীতি চরম। তাদের আরও দাবি, সিপিআইএম পারবে এই দুর্নীতি রোধ করতে। কারণ, বাম জমানায় পঞ্চায়েতে এমন দুর্নীতি ছিলনা যা গত এক দশকে তৃণমূল জমানায় হয়েছে।

উত্তরবঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআইএম নেতৃত্বের দাবি, সংবাদ মাধ্যমে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির বিশৃঙ্খল চেহারা দেখে গ্রামে গ্রামে ছড়াচ্ছে ভাঙন বার্তা। এ জেলায় দ্রুত আরও বড় মাপের শাসক দল ত্যাগের ঘটনা ঘটবে। যেমনটা চলতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কুমারগগঞ্জে দলত্যাগীদের নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস নেতারা নীরব।