Opposition Unity: জোটের ভবিষ্যৎ ? মমতার কটাক্ষে ‘ঘেঁটে ঘ’ বাম ও কংগ্রেস সমর্থকরা

পাটনার পর এবার বেঙ্গালুরু। দক্ষিণের সাজানো গোছানো আইটি সিটিতে অ-বিজেপি জোটের (opposition unity) বৈঠক। যদিও এই জোটের প্রথম বৈঠক হয়ে গেছে পাটনায়। তখনই ঠিক হয়েছিল…

পাটনার পর এবার বেঙ্গালুরু। দক্ষিণের সাজানো গোছানো আইটি সিটিতে অ-বিজেপি জোটের (opposition unity) বৈঠক। যদিও এই জোটের প্রথম বৈঠক হয়ে গেছে পাটনায়। তখনই ঠিক হয়েছিল পরবর্তী বৈঠকে আরও বিস্তারিত আলোচনা হবে জোটের ভবিষ্যৎ নিয়ে। এর মাঝে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট হয়ে গেল। প্রবল হিংসা ও রক্তাক্ত এই ভোটপর্বে সিপিআইএমের শক্তি বৃদ্ধি দেখে চমকে গেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। গ্রাম বাংলার ভোটে কংগ্রেসেরও শক্তি বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সঠিক গণনা হলে বাম-কংগ্রেস জোটের ফল মমতা সরকারের ঘাড়ে নি:শ্বাস ফেলত।

রক্তাক্ত পঞ্চায়েত ভোটে তীব্র লড়াই করে বাম ও কংগ্রেস সমর্থকরা যে শক্তি দেখিয়েছেন তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দুজনেই স্বস্তিতে। তবে তাদের অস্বস্তির কারণ, জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোটে তৃণমূল নেত্রী মমতার অতি সক্রিয়তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি এ রাজ্যের সিপিআইএম ও কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, জাতীয়স্তরের জোটের বিষয়টি মাথায় রাখুন। আর বিরোধী দল বিজেপির কটাক্ষ, একাসনে তৃ়নমূল,বাম ও কংগ্রেসের ওঠাবসা রাজ্যবাসী বুঝতে পারছেন কারা আসলে তৃণমূল লবি।

লোকসভা ভোটের বিরোঘী মহাজোট নিয়ে বঙ্গ বাম ও প্রদেশ কংগ্রেস নীরব। তবে দুই দলের সমর্থক যারা তৃ়নমূল বিরোধী হয়ে কোমর কষে পঞ্চায়েত ভোটে জোর দেখিয়েছেন তারা ‘ঘেঁটে ঘ’ বলেই বারবার বিশ্লেষকরা বলছেন। এ অবস্থা শুধু পশ্চিমবঙ্গ নয়, একই ছবি অপর বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরাতেও। আর সিপিআইএম শাসিত কেরলেও চলছে টানাপোড়েন। বাম ও কংগ্রেস সমর্থকদের কখনও বিজেপি তো কখনও তৃ়ণমূলের তরফ থেকে কটাক্ষ হজম করতে হচ্ছে।