নাগপুরে গাড়ির মধ্যে তিন শিশুর দেহ মিলল, খুনি কে?

বাড়ির বাইরে খেলতে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ তিন শিশু। নাগপুরের বাসিন্দা এই তিন শিশু নিখোঁজের ২৪ ঘণ্টা পরে একটি এসইউভিতে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।…

DEATH

বাড়ির বাইরে খেলতে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ তিন শিশু। নাগপুরের বাসিন্দা এই তিন শিশু নিখোঁজের ২৪ ঘণ্টা পরে একটি এসইউভিতে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

১৮ জুন রবিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাগপুরে একটি মর্মান্তিক ঘটনায় শিহরিত গোটা শহর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৌফিক, আলিয়া ও ইরশাদ নামের তিন শিশু শনিবার বিকেল ৩ টের সময় নিখোঁজ হয়।

   

শিশুদের বাবা-মা ভেবেছিলেন তারা বাড়ির কাছের মাঠে খেলতে গেছেন। শনিবার সন্ধ্যে পর্যন্ত ওই ৩ শিশু ফিরে না আসায় তাদের বাবা-মা পুলিশের কাছে গিয়ে অপহরণের মামলা দায়ের করেন।

এরপর তদন্ত চলাকালীন সময় এক কনস্টেবল ওই বাচ্চাদের বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি এসইউভির মধ্যে ওই ভাই-বোনসহ তিন শিশুর মৃতদেহ খুঁজে পায়।

পুলিশকর্তা জানিয়েছেন, ওই শিশুরা হলো ফারুক নগরের বাসিন্দা তৌফিক ফিরোজ খান (৪), আলিয়া ফিরোজ খান (৬) ও আফরিন ইরশাদ খান (৬)। তৌফিক ও আলিয়া ভাই-বোন হলেও আফরিন ছিল তাদের প্রতিবেশী। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ কনস্টেবলের দাবি, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি নিখোঁজ শিশুদের বাড়ির কাছে একটি এসইউভি পার্ক করতে দেখেন। তারপর গাড়ির ভিতরে তিন শিশুর দেহ পাওয়া যায়। নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্টে শিশুদের মৃত্যুর কারণ জানা যাবে”।