মীনাক্ষীর নেতৃত্বে পুলিশকে বোকা বানিয়ে উত্তরকন্যার গেটে তালা বাম সমর্থকদের

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিলিগুড়িতে বাম যুব সংগঠনের উত্তরকন্যা অভিযান। মীনাক্ষী নুখার্জির(Minakashi mukherjee)  নেতৃত্বে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন অভিমুখে বাম যুব সংগঠনের মিছিল হয়। মূল ফটকে তালা…

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিলিগুড়িতে বাম যুব সংগঠনের উত্তরকন্যা অভিযান। মীনাক্ষী নুখার্জির(Minakashi mukherjee)  নেতৃত্বে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন অভিমুখে বাম যুব সংগঠনের মিছিল হয়। মূল ফটকে তালা দিলেন মীনাক্ষী।

উত্তরকন্যা অভিযানে পুলিশকে বোকা বানালো বাম যুবককর্মীরা। অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরুর আগেই বাম যুবকর্মীদের একটা ছোট দল পুলিশের চোখে ধুলো দিয়ে উত্তরকন্যার গেটে প্রতীকী তালা লাগিয়ে দেয়। গেটে টাঙিয়ে দেওয়া হয় সংগঠনের পতাকা। গেটের সামনে ছড়িয়ে দেওয়া হয় স্মারকলিপির প্রতিলিপি। পোস্টার নিয়ে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগানও তোলে বাম-যুবকর্মীরা।

এই কৌশলের সামনে হতভম্ব হয়ে পড়েন পুলিশকর্মীরা।মীনাক্ষী মুখার্জির (minakashi mukherhee) নেতৃত্বে সিপিআইএমের যুব সংগঠন নানা দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। শিলিগুড়ির  (Siliguri) এয়ারভিউ মোড় থেকে সেই অভিযান শুরু হয়। সেই অভিযানকে আটকানোর জন্য তিনবাত্তি মোড় এলাকায় ব্যারিকেড করে পুলিশ।

কিন্তু খানিকটা নিজেদের লুকিয়ে গেলা কায়দায় বাম যুবকর্মীদের একাংশ এদিন উত্তরকন্যার গেটের সামনে পৌঁছে যায়। এই ঘটনাকে নিজেদের সাফ্য হিসেবেই দাবি করছে বামেরা।