Emami East Bengal: লোবেরাকে নিয়ে মাতোয়ারা লাল-হলুদ সমর্থকরা, খুশি নয় সিচুয়ান

একটা সময় সার্জিও লোবেরার (Sergio Lobera) লাল-হলুদে (Emami East Bengal) আসা অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও এখন তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জল্পনা।

Spanish coach Sergio Lobera

একটা সময় সার্জিও লোবেরার (Sergio Lobera) লাল-হলুদে (Emami East Bengal) আসা অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও এখন তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জল্পনা। কিছুদিন আগেই তার এজেন্টের তরফে জানানো হয়েছিল, ইমামি ইস্টবেঙ্গল আসার জন্য নাকি যথেষ্ট আগ্ৰহী এই স্প্যানিশ কোচ। সেকথা সকলের সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল দলের সমর্থকরা।

তবে গত পড়শু থেকেই দেখা দেয় নয়া বিতর্ক। একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে জানানো হয়, লোবেরা কে দলে টানার জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই শুরু করেছে ওডিশা এফসি। এমনকি তার সাথে কথাবার্তা ও অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে ওই ক্লাব। তারপর থেকেই গেলো গেলো রব পড়ে যায় ইস্টবেঙ্গল জনতার মধ্যে।

তবে লোবেরার সঙ্গে ওডিশা এফসির আলোচনার বিষয়টি খুব একটা ভুল নয়। শোনা যাচ্ছিল, গত বছরের শেষের দিক উইন্টার ইউন্ডো তেই নাকি এই স্প্যানিশ কোচের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল জোসেফ গাম্বাউয়ের এই পুরোনো ক্লাব। তবে সেই সময় তা শুরু হলেও একটা সময়ের পরে তা আর এগোয়নি। তবে গত কয়েকদিন ধরে ফের উঠে আসছে লোবেরার সঙ্গে তাদের কথাবার্তার বিষয়। যারফলে, অনেকেই মনে করছেন কলকাতার বদলে হয়ত অন্য শহরে গিয়ে অন্য দলের দায়িত্ব সামলাবেন আইএসএলের এই সফল কোচ।

তবে মুম্বাই সিটিকে আইএসএল চ্যাম্পিয়ন করা এই কোচ কে আনতে যথেষ্ট আত্মবিশ্বাসী ইমামি কর্তারা। বিশেষ সূত্র থেকে জানা যায়, এই স্প্যানিশ কোচের কাছে কিছুদিন আগেই নাকি চলে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিপত্র। তবে এখনো পর্যন্ত চিনের সিচুয়ানের দায়িত্বে থাকায় এনওসি না পাওয়া পর্যন্ত সই করতে পারবেন না লোবেরা। এখানেই দেখা দিয়েছে যত সমস্যা।

আসলে মৌখিক সম্মতির কথা রাষ্ট্র হতেই তাকে যেভাবে সবাই লাল-হলুদের নয়নের মনি করেছে , তা হয়ত ভালোভাবে দেখছে না চিনের এই প্রথম ডিভিশনের ক্লাব। সেক্ষেত্রে ই হয়ত দেখা দিয়েছে বাড়তি জটিলতা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।