Hugo Boumous: হুগো বুমোসের দিকে নজর আইএসএলের দুই ক্লাবের, জানুন

মোহনবাগান (Mohun Bagan) দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মরোক্কান তারকা হুগো বুমোসের (Hugo Boumous) । মাঝ মাঠে তার অনবদ্য পারফরম্যান্স যথেষ্ট…

Hugo Boumous

মোহনবাগান (Mohun Bagan) দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মরোক্কান তারকা হুগো বুমোসের (Hugo Boumous) । মাঝ মাঠে তার অনবদ্য পারফরম্যান্স যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলগুলিকে। যারফলে, শেষ মরশুমে অনায়াসেই দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল ময়দানের অন্যতম প্রধান। সেই ধারাই বজায় থেকেছে এই সিজনে।

শুরুতেই ডুরান্ড কাপ জয়। তারপর একের পর এক দলকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট সক্রিয়তা দেখায় এই ফুটবল দল। কিন্তু প্রথম লেগের শেষটা খুব একটা ভালো থাকেনি সবুজ-মেরুনের। তারা তিনটি ম্যাচ হারতে হয়েছিল তাদের। পরবর্তীতে বদল করা হয় দলের কোচ। দলের দায়িত্ব তুলে দেওয়া হয় টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে।

তারপর থেকে ফের নতুন ছন্দে মোহনবাগান। কিন্তু সময় যত এগিয়েছে ততই দলে ব্রাত্য হয়েছেন মরোক্কান তারকা হুগো বুমোস। ফিনল্যান্ডের দাপুটে ফুটবলার জনি কাউকো ফিরে আসার পর থেকেই হাবাসের অন্যতম পছন্দের হয়েছেন তিনি। বল পায় গোল পাওয়ার পাশাপাশি ব্যাপক প্রভাব ফেলছেন দলের অন্দরে।

তাই পরবর্তীতে আইএসএল থেকে আনরেজিস্টার করানো হয় বুমোসকে। তবে এখনো পর্যন্ত মোহনবাগান দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার। আইএসএল না খেললেও ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এবার এই দাপুটে ফুটবলারকে নিয়েই উঠে আসছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, নয়া সিজনের জন্য এবার নাকি হুগো বুমোসের দিকে নজর পড়েছে আইএসএলের দুইটি ফুটবল ক্লাবের।

যাদের মধ্যে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি এবং তার পুরনো ক্লাব মুম্বাই সিটি এফসি। এবারের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের মুম্বাই সিটি অনেক আগেই নিজেদের নিশ্চিত করলেও এখনো লড়াই করছে বেঙ্গালুরু। নতুন মরশুমের জন্য এখন থেকেই ঘর গোছানোর কাজে নেমে পড়েছে দুইটি দল। যতদূর জানা গিয়েছে, মুম্বাই অপেক্ষা বেঙ্গালুরু এফসির অধিক আগ্রহ রয়েছে বুমোসের প্রতি। তবে মেরিনার্সদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার দরুন আদৌ তিনি আইএসএলের অন্য ক্লাবে খেলতে যাবেন কিনা সেই নিয়েও রয়েছে সংশয়।