ATK Mohun Bagan: অন্ধকার রাস্তায় হেঁটেই কেন টিমবাসে উঠে হল সবুজ-মেরুন ফুটবলারদের

আজ দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। আবার আগামীকাল জামশেদপুর এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan )। তার আগেই এবার সমস্যার সম্মুখীন হতে হলে সবুজ-মেরুন ফুটবলারদের।

ATK Mohun Bagan Footballers Board Bus in Poor Visibility

আগের মাসেই শেষ হয়েছে হিরো আইএসএল। অন্যান্য বছর এই টুর্নামেন্টের পরেই ভারতীয় ফুটবলের মরশুম শেষ হলেও এবার তা থেকে যাচ্ছে আরো কিছুটা সময়। ফেডারেশন কর্তৃক নির্ধারিত সূচি অনুসারে চলতি মাসের ৩রা এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে দেশের সর্বোচ্চ কাপ টুর্নামেন্ট। সুপার কাপ।

ইতিমধ্যেই একাধিক ম্যাচ খেলে ফেলেছে বেঙ্গালুরু ও কেরালা সহ আইএসএলের অন্যান্য হেভিওয়েট দল গুলি। আজ দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। আবার আগামীকাল জামশেদপুর এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan )। তার আগেই এবার সমস্যার সম্মুখীন হতে হলে সবুজ-মেরুন ফুটবলারদের।

   

উল্লেখ্য, এবারের সুপার কাপ আয়োজন নিয়ে শুরু থেকেই উঠে আসছিল একাধিক প্রশ্ন। আই লিগের পাশাপাশি আইএসএলের হেভিওয়েট দল গুলি ও ফেডারেশন কে চিঠি পাঠালেও হয়নি কোনো সুরাহা। যারফলে অনুশীলন করার পাশাপাশি ম্যাচ খেলা নিয়ে ও চরম ভোগান্তিতে ফুটবল দল গুলি। গতকাল রাতে অনুশীলন শেষে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটেই টিমবাসে উঠতে হয়েছিল মনবীর-প্রীতমদের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আসলে অন্যান্য দিনের মতো কাল ও স্থানীয় মেডিক্যাল কলেজের মাঠে অনুশীলন করছিল এটিকে মোহনবাগান দল। সেখানকার মাঠের আলোর সমস্যা ও তথৈবচ অবস্থা সকলেরই জানা। তবে এবার দেখা দিল নতুন সমস্যা। এটিকে মোহনবাগানের টিমবাস মাঠের মূল গেটের সামনে পৌঁছতে না পারায় অগত্যা পায়ে হেঁটেই প্রায় ৬০০ থেকে ৬৫০ মিটার অতিক্রম করতে হয় দলের ফুটবলারদের।

তবে যেই রাস্তা দিয়ে তাদের যেতে হয়েছে, সেখানে ছিল না কোনো আলোর ব্যবস্থা। যারফলে অন্ধকারের মাঝেই কোনো রকমে বাস অব্দি আসতে হয় সকলকে। যা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানেজমেন্ট। তাদের প্রশ্ন, এসবের ফলে কোনো খেলোয়াড় যদি পড়ে গিয়ে চোট পায় তাহলে তার দায় কার? যার উত্তর মেলেনি।