ইস্টবেঙ্গলের ‘ঘরের ছেলে’কে তুলে নিয়ে চমক দিল মহামেডান স্পোর্টিং

মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) দুই বছরের চুক্তিতে যোগ দিতে চলেছেন সামাদ আলী মল্লিক। Sports Keeda’র দাবী ২০২৪ সাল অবধি বাংলার ঐতিহ্যবাহী ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হতে…

Mohammedan Sporting vs east bengal

মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) দুই বছরের চুক্তিতে যোগ দিতে চলেছেন সামাদ আলী মল্লিক। Sports Keeda’র দাবী ২০২৪ সাল অবধি বাংলার ঐতিহ্যবাহী ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি।

রাইট ব‍্যাকের এই ফুটবলারের সাথে গতমরশুমে দুই বছরের জন্য চুক্তি সেরেছিলো শ্রীনিডি ডেকান এফসি।কিন্তু তাদের হয়ে মাত্র তিনটে ম‍্যাচে খেলতে দেখা গেছিলো তাকে।

বিশাখাপত্তনমের এই ক্লাবে এখনও বছর খানেকের চুক্তি রয়েছে সামাদের।কিন্তু ইতিমধ্যে সাদা কালো ব্রিগেডের সাথে তার চুক্তির বিষয়টি অনেকটাই এগিয়েছে।

হুগলির গোপালপুর গ্রামের ছেলে সামাদের কলকাতা ময়দানে যাত্রা শুরু হয় কলকাতা ফুটবল লিগে রেনবো এফসি’র হয়ে।এরপর ২০১৫ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন তিনি।দীর্ঘ পাঁচ বছর লাল হলুদ ব্রিগেডে ছিলেন, ক্রমশ হয়ে উঠেছিলেন ঘরের ছেলে।

আইলিগে মোট ৪৬ ম‍্যাচ খেলেছিলেন সামাদ এখনও অবধি।২০১৬-২০২০ অবধি ইস্টবেঙ্গলের হয়ে ৩৫ টা আইলিগের ম‍্যাচ খেলেছিলেন তিনি।বেশ কিছু ম‍্যাচে নেতৃত্ব’ও দেয়।ইস্টবেঙ্গলের প্রথম বারের আইএসএলের স্কোয়াডে ড্রাফটিং’ও করা হয় তাকে,কিন্তু তৎকালীন লাল হলুদ কোচ রবি ফাউলারের তেমন একটা পছন্দ হয়নি তাকে তাই এখনও অবধি আইএসএলে খেলা হয়নি তার।এরপর ২০২১ এর জানুয়ারি’র ট্রান্সফার উইন্ডো’তে রাউন্ড গ্লাস পঞ্জাবে যোগ দেন সামাদ,পরবর্তী সময়ে যোগ দেন শ্রীনিডি’তে।

অন‍্যদিকে সদ‍্য আইলিগ রানার্স হয়েছিল মহামেডান।১৮ ম‍্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে।লিগ চ‍্যাম্পিয়ান গোকুলাম কেরালার থেকে মাত্র ছয় পয়েন্ট দুরে লিগ জার্নি শেষ করে তারা।এছাড়া এবার দীর্ঘ ৪০ বছর বাদে কলকাতা লিগ জিতেছিলো চেরিনশভের ছেলেরা,হয়েছিল ডুরান্ড রানার্স।ইতিমধ্যে গতবারের দলের মার্কাস জোসেফ,আজহারউদ্দিন মল্লিক,সইফুল রহমান’কে ধরে রেখেছে সাদা কালো ব্রিগেড, এবার সামাদ আলী মল্লিক’কে দলে যোগ দেওয়ায় আরও শক্তিশালী হলো তাদের এই স্কোয়াড,সেই কথা বলাই বাহুল্য।