তারকা বিদেশি ফুটবলারকে হাতছাড়া করতে চলেছে East Bengal

মরশুম ভালো না গেলেও বেশ কিছু East Bengal ক্লাবের ফুটবলাররা দলের হয়ে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন গতবার। তাদের মধ্যে অন‍্যতম একজন আন্তোনিও পেরসোভিচ। ক্রোয়েশিয়ার এই…

East Bengal Football Club supporters showing their passion and love for the team

মরশুম ভালো না গেলেও বেশ কিছু East Bengal ক্লাবের ফুটবলাররা দলের হয়ে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন গতবার। তাদের মধ্যে অন‍্যতম একজন আন্তোনিও পেরসোভিচ। ক্রোয়েশিয়ার এই তারকা ফুটবলার’কে আগামী মরশুমে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

রাকিটিচের দেশের এই ফুটবলার’কে আগামী মরশুমে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কেরেলা ব্লাস্টার্স। ইতিমধ্যে ক্রোয়েশিয়ার এই ফুটবলারের এজেন্টের সাথে কথা হয়েছে কেরেলা এফসি’র কর্মকর্তাদের।

   

উইং ভাগের এই ফুটবলার গত মরশুম ১৪ টি ম‍্যাচে প্রতিনিধিত্ব করেছিল এস সি ইস্টবেঙ্গলের হয়ে। সেখানে ৪ টি গোল করার পাশাপাশি ১ টি গোল’ও করিয়েছিলেন তিনি। শুধুমাত্র আই লিগ নয়,তিনি র‍্যাডারে আছেন একাধিক আইলিগের ক্লাবের।

গতমরশুমে’র ফুটবলাররা তো আছেনই, তার পাশাপাশি নতুন মরশুমের জন্য যে সকর ফুটবলার টার্গেট করে রেখেছে ইস্টবেঙ্গল, তাদের’ও হাতছাড়া করার সম্ভাবনা তৈরী হয়েছে।

ইতিমধ্যে নতুন ইনভেস্টের হিসেবে ইমামির নাম ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। তবুও দল বদলের বাজারে কেমন যেনো মিইয়ে আছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু প্রতিপক্ষের ক্লাব গুলো এখানেও কেমন যেনো চেপে ধরতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব’কে। ইতিমধ্যে দল বদলের বাজারে বেশ কিছু ফুটবলার স্কোয়াডে নেবে বলে একপ্রকার ঠিক করে রেখেছ ইস্টবেঙ্গল। এবার সেই সব ফুটবলারকে অন‍্যান‍্য দল গুলো নিতে উঠেপড়ে লেগেছে।

এমন সময় তৈরী হয়েছে জোর সম্ভাবনা, ইস্টবেঙ্গলের নজরে থাকা জিথিন এম এস’কে দলে পেতে ঝাপাচ্ছে নর্থইস্ট ইউনাইটেড।গোকুলাম কেরালার হয়ে আইলিগ জেতা জিথিন’কে দলে পেতে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে জন আব্রাহামের ক্লাবের তরফে।

সূত্রের খবর অনুযায়ী জিথিন’কে দলে পেতে মোটা অংকের প্রস্তাব দেওয়া হয়েছে নর্থ ইস্টের তরফে।এবছর মার্চ মাসে জিথিন’কে প্রস্তাব দিয়েছিল ইস্টবেঙ্গল।কিন্তু এরপর তার সাথে তেমন ভাবে কথা বার্তা এগোয়নি ক্লাব কর্তৃপক্ষ।এই পরিস্থিতি’র সুযোগ নিতে উঠেপড়ে লেগেছে নর্থ ইস্ট ইউনাইটেড।গত আইলিগে গোকুলাম কেরালার হয়ে ৪ টি গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছিলেন তিনি।